আজকাল ওয়েবডেস্ক: এটা আমরা সকলেই জানি আরবিআই তাদের রেপো রেটে পরিবর্তন করেছে। তার সঙ্গে তাল রেখে দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের সুদের হারে পরিবর্তন করেছে। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এই পরিবর্তন করা হয়েছে। এগুলি সবই ১ বছরের বিনিয়োগে।


এইচডিএফসি ব্যাঙ্ক: দেশের বৃহত্তর বেসরকারি এই ব্যাঙ্ক জেনারেল সিটিজেনদের দেবে ৬.২৫ শতাংশ। সেখানে সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৭৫ শতাংশ সুদ।


আইসিআইসিআই ব্যাঙ্ক: এখানে ১ বছরে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.২৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৭৫ শতাংশ।


কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক: এখানে ১ বছরে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.২৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৭৫ শতাংশ হারে সুদ।


ফেডেরাল ব্যাঙ্ক: এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৫ শতাংশ সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭ শতাশ হারে সুদ।


এসবিআই: এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৫ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭ শতাংশ হারে সুদ।


ব্যাঙ্ক অফ বারোদা: এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৫ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭ শতাংশ হারে সুদ।


পিএনবি: এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৭ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২ শতাংশ হারে সুদ।


ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৬ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.১ শতাংশ হারে সুদ।


যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল নেবে না। সেখানে বিনিয়োগ করার আগে সমস্ত বিষয় ভাল করে দেখে নিয়ে তারপর বিনিয়োগ করতে পারেন। সেখানে নিজের বু্দ্ধি দিয়েই বিচার করবেন।