আজকাল ওয়েবডেস্ক: সুদের হার নিয়ে অনিশ্চয়তার সময়ে বিনিয়োগকারীরা যখন ঘনিষ্ঠভাবে আর্থিক বাজার পর্যবেক্ষণ করছেন, তখনও ফিক্সড ডিপোজিট ভারতীয় সঞ্চয়কারীদের কাছে অন্যতম নির্ভরযোগ্য বিকল্প। নিরাপদ ও নিশ্চিত আয়ের নিশ্চয়তা থাকায় এফডি দীর্ঘদিন ধরেই জনপ্রিয়। দেশের শীর্ষ ব্যাংকগুলো—স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক ও ব্যাংক অব বরোদা—বর্তমানে প্রতিযোগিতামূলক হারে এফডি সুদ প্রদান করছে সাধারণ গ্রাহক ও প্রবীণ নাগরিকদের জন্য। যারা আগামী দিনে তাদের সঞ্চয় এফডিতে রাখতে চাইছেন, তাদের জন্য এই শীর্ষ পাঁচ ব্যাংকের সর্বোচ্চ এফডি সুদের হারের একটি তুলনামূলক চিত্র এখানে তুলে ধরা হল।


স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)
এসবিআই বর্তমানে সাধারণ নাগরিকদের জন্য এফডি সুদের হার ৩.০৫% থেকে ৬.৬০% পর্যন্ত দিচ্ছে (অমৃত বৃষ্টি বিশেষ স্কিমসহ)। প্রবীণ নাগরিকদের জন্য এ হার ৩.৫৫% থেকে ৭.১০%। সাধারণ গ্রাহকদের জন্য সর্বোচ্চ হার ৬.৬০% এবং প্রবীণদের জন্য ৭.১০%, যা দেওয়া হচ্ছে ৪৪৪ দিনের বিশেষ অমৃত বৃষ্টি এফডি স্কিমে।


এইচডিএফসি ব্যাংক
এইচডিএফসি ব্যাংকের এফডি সুদের হার সাধারণ নাগরিকদের জন্য ২.৭৫% থেকে ৬.৬০% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.২৫% থেকে ৭.১০%। সর্বোচ্চ ৬.৬০% (সাধারণ) ও ৭.১০% (প্রবীণ) সুদ দেওয়া হচ্ছে ১৮ মাস থেকে ২১ মাসের কম মেয়াদী আমানতে।


আইসিআইসিআই ব্যাংক
আইসিআইসিআই ব্যাংকও সাধারণ নাগরিকদের জন্য ২.৭৫% থেকে ৬.৬০% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.২৫% থেকে ৭.১০% হারে এফডি সুদ দিচ্ছে। সর্বোচ্চ ৬.৬০% (সাধারণ) ও ৭.১০% (প্রবীণ) হারে সুদ পাওয়া যাচ্ছে ২ বছর ১ দিন থেকে ১০ বছর মেয়াদের আমানতে। দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য এটি বিশেষভাবে আকর্ষণীয়।


পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি)
পিএনবি সাধারণ নাগরিকদের জন্য এফডি সুদের হার ৩% থেকে ৬.৬০% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৫০% থেকে ৭.১০%। সর্বোচ্চ ৬.৬০% (সাধারণ) ও ৭.১০% (প্রবীণ) হারে সুদ পাওয়া যাচ্ছে ৩৯০ দিনের মেয়াদি আমানতে।


ব্যাংক অব বরোদা
ব্যাংক অব বরোদা বর্তমানে সাধারণ নাগরিকদের জন্য ৩.৫০% থেকে ৬.৬০% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪% থেকে ৭.১০% হারে সুদ প্রদান করছে। এর মধ্যে বব স্কোয়ার ড্রাইভ ডিপোজিট স্কিম অন্তর্ভুক্ত। সর্বোচ্চ ৬.৬০% (সাধারণ) ও ৭.১০% (প্রবীণ) সুদ পাওয়া যাচ্ছে ৪৪৪ দিনের মেয়াদি আমানতে।

আরও পডুন: শুকিয়ে যাবে গঙ্গা! হাতে আর কত সময় আছে


পাঁচটি শীর্ষ ব্যাংকের সুদের হার তুলনা করলে দেখা যায়, সর্বোচ্চ সুদের হার প্রায় একই—সাধারণ গ্রাহকদের জন্য ৬.৬০% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.১০%। তবে মেয়াদের দিক থেকে ভিন্নতা রয়েছে। যেমন, এসবিআই ও ব্যাংক অব বরোদা বিশেষ ৪৪৪ দিনের আমানতে এই হার দিচ্ছে, পিএনবি দিচ্ছে ৩৯০ দিনের আমানতে, আর এইচডিএফসি ও আইসিআইসিআই ব্যাংক দীর্ঘমেয়াদি বিনিয়োগেও সর্বোচ্চ সুদ দিচ্ছে।
যাঁরা স্থিতিশীল ও ঝুঁকিমুক্ত আয়ের সন্ধান করছেন, তাঁদের জন্য এফডি এখনও অন্যতম সেরা বিকল্প। বিশেষ করে প্রবীণ নাগরিকরা অতিরিক্ত সুদ সুবিধার কারণে আরও বেশি লাভবান হন। সুদের হার আপাতত স্থিতিশীল হলেও ভবিষ্যতে আর্থিক নীতি বা বাজার পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে এ হারও বদলাতে পারে। তাই বিনিয়োগের আগে সর্বশেষ হার ও শর্ত যাচাই করা জরুরি।