আজকাল ওয়েবডেস্ক: দেশের সবচেয়ে বড় আইটি পরিষেবা সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (TCS) তাদের অধিকাংশ কর্মীর জন্য ৪.৫% থেকে ৭% পর্যন্ত বেতন বৃদ্ধি ঘোষণা করেছে, মঙ্গলবার সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে কর্মীদের কাছে বেতন বৃদ্ধির চিঠি পাঠানো শুরু হয়েছে এবং নতুন বেতন সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হবে।
কোম্পানির পক্ষ থেকে পাঠানো ইমেইল প্রশ্নের আনুষ্ঠানিক জবাব এখনও পাওয়া যায়নি।গত দুই মাসে মানবসম্পদ সংক্রান্ত বেশ কয়েকটি বড় সিদ্ধান্তের জন্য TCS শিরোনামে এসেছে। বাজারের অনিশ্চিত পরিস্থিতিতে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করার ঘোষণা দিয়েছিল কোম্পানি। এরপর আকস্মিকভাবে ২% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসে, যা প্রায় ১২,০০০ কর্মীর সমান। সবশেষে ৮০% কর্মীর জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করা হল।
আরও পডুন: সোনার নতুন উচ্চতায় উত্থান: এক বছরে ৪০% এর বেশি রিটার্ন দিল দুটি গোল্ড ETF
কারা পেলেন বেতন বৃদ্ধি?
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মূলত লোয়ার থেকে মিড-লেভেল পর্যায়ের কর্মীরাই এই বৃদ্ধির আওতায় এসেছেন।
সেরা পারফর্মাররা আবার ১০% এর বেশি বেতন বৃদ্ধি পেয়েছেন। কোম্পানির জুন কোয়ার্টারের আয় প্রতিবেদনে কর্মী ছেড়ে যাওয়ার হার সামান্য বেড়ে ১৩.৮% হয়েছে। অর্থাৎ, একদিকে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত থাকলেও, অন্যদিকে TCS-এর অধিকাংশ কর্মীর জন্য এটি স্বস্তিদায়ক খবর।
বেতন বৃদ্ধি স্থগিত করার কথা ছিল
উল্লেখ্য, গত দুই মাস ধরে হিউম্যান রিসোর্সের অংশে বেশ কয়েকটি শিরোনাম সংবাদ মাধ্য়মে উঠে এসেছে। যার মধ্যে বাজারের অস্থিরতার মধ্যে বেতন বৃদ্ধি স্থগিত করার ঘোষণা রয়েছে। এর পরে ২ শতাংশ কর্মী, অর্থাৎ প্রায় ১২,০০০ কর্মচারীকে ছাঁটাই করার একটি আশ্চর্যজনক ঘোষণা করেছে টিসিএস। তারপরে ৮০ শতাংশ কর্মচারীর বেতন বৃদ্ধির ঘোষণা স্বাভাবিকভাবেই যা কোম্পানির কর্মীদের জন্য ইতিবাচক খবর।
মিডিয়া রিপোর্ট অনুসারে, এই বৃদ্ধির জন্য যোগ্য বেশিরভাগ কর্মচারীরা নিম্ন থেকে মধ্য স্তরের মধ্যে রয়েছেন। সূত্রগুলি জানিয়েছে , ভালো পারফরম্যান্স দেওয়া কর্মীর বেতনও ১০ শতাংশের বেশি বৃদ্ধি করা হয়েছে। কোম্পানি জুন ত্রৈমাসিকের আয়ে কর্মী ছাঁটাইয়ের হার ১৩.৮ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে।

টিসিএস বিশ্বব্যাপী কর্মী ছাঁটাই করবে
এর আগে বিপুল কর্মী ছাঁটাই প্রসঙ্গে সংস্থার তরফে বলা হয়েছে, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের মধ্যে আইটি জায়ান্টকে আরও চটপটে ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২৬ অর্থবর্ষ পর্যন্ত টিসিএস বিশ্বব্যাপী যেখানে যেখানে কোম্পানির উপস্থিতি রয়েছে সেখানে এই কর্মী ছাঁটাই করবে। এই পদক্ষেপের পিছনে যুক্তি জানতে চাইলে টিসিএসের সিইও কে কৃত্তিবাসন জানান, এই খাতে কাজের পদ্ধতি পরিবর্তন হচ্ছে। এখন ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার প্রয়োজনীয়তা রয়েছে। তারা এআই ও অপারেটিং মডেল পরিবর্তনের মতো নতুন প্রযুক্তি নিয়ে আসছেন কোম্পানিতে। সেই কারণেই না চাওয়া সত্ত্বেও এই বড় পদক্ষেপ দিতে হচ্ছে।
