আজকাল ওয়েবডেস্ক: টাটার সঙ্গে অ্যাপেলের বড় ধরণের গাঁটছড়া হল। এবার থেকে ভারতে অ্যাপেলের আইফোন এবং ম্যাকবুক যদি খারাপ হয় তাহলে সেটি সারিয়ে দেবে টাটা। ফলে দুই দেশের সঙ্গে এই দুটি বিরাট প্রতিষ্ঠানের মধ্যে তৈরি হল মেলবন্ধন।


এমনিতেই চিনে অ্যাপেল নিয়ে সমস্যা তৈরি হয়েছে। তবে ভারতের মতো এত বিরাট বাজারে যাতে সেই ধরণের বিষয় না ঘটে সেদিকে নজর রাখা হয়েছে। সেই কারণেই টাটাকে এই বিরাট দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ ভারতে টাটা গ্রুপ আইফোন অ্যাসেম্বল করা শুরু করে দিয়েছে। এরপর তারা অ্যাপেলের সঙ্গে হাত মিলিয়ে ফোন তৈরিতেও জোর দেবে।


এতদিন পর্যন্ত অন্য একটি প্রতিষ্ঠানের ওপর এই দায়িত্ব দিয়েছিল অ্যাপেল। তবে সেখান থেকে তারা এবার সরে এসে টাটাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর স্মার্টফোন মার্কেট। ২০২৩ সালের হিসেব অনুসারে ভারতে ১১ মিলিয়ন আইফোন বিক্রি হয়েছে। তাই ভারত নিয়ে বাড়তি উৎসাহ পেয়েছে অ্যাপেল। 


টাটার পক্ষ থেকে বলা হয়েছে অ্যাপেলের সঙ্গে কাজ করতে পেরে তারা উৎসাহিত। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই প্রতিষ্ঠান বর্তমানে সর্বত্র নিজের ছাপ রেখেছে। এবার টাটার সঙ্গে তারা কাজ করলে সেটা ভারতের পক্ষে মঙ্গলজনক হবে বলেই মনে করছে সকলে।


অন্যদিকে অ্যাপেলের পক্ষ থেকে বলা হয়েছে তারা চিনের বাজার থেকে ধাক্কা খেয়েছেন। ফলে তারা ভারতের বাজারকেই প্রধান টার্গেট করেছেন। সেদিক থেকে দেখতে হলে টাটা এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে তারা তাদের এই ফোনকে আরও বিস্তারিত করতে চান। সেই কাজই তারা টাটার সঙ্গে করবেন।


ভারতের বাজারে যেভাবে প্রতি বছর স্মার্টফোনের চাহিদা বাড়ছে সেদিকে নজর রাখছে প্রতিটি ফোনের প্রতিষ্ঠান। সেই তালিকায় সকলের ওপরে রয়েছে অ্যাপেল। তাই তারা এবার দেশের বিভিন্ন অংশে নিজেদের ফোনকে নিয়ে যেতে চান। টাটার সঙ্গে যুক্ত হওয়ার পর এই ফোনের দাম অনেকটাই কমবে বলেও মনে করছেন এই দুই প্রতিষ্ঠানের কর্তারা।