আজকাল ওয়েবডেস্ক: নিজের কন্যার ভবিষ্যত যদি সুরক্ষিত করতে চান তাহলে প্রথম থেকেই তার প্রতি আপনাকে নজর দিতে হবে। সেখানে যদি একটু পরিকল্পনা করে তার কথা ভাবেন তাহলে সরকারি এমন অনেক স্কিম রয়েছে যেগুলিকে আপনাকে কাজে লাগাতে হবে।
কেন্দ্রীয় সরকার আপনার কন্যার জন্য নিয়ে এসেছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটি অতি জনপ্রিয় একটি প্রকল্প। এরফলে পিতামাতারা তাদের কন্যার জন্য টাকা পেয়ে থাকেন। তাদের উচ্চশিক্ষা এবং বিয়ের কথা আর তাদের ভাবতে হয় না। যদি আপনি সঠিক সময়ে এটি করতে পারেন তাহলে এখান থেকে আপনার কন্যা ২১ বছরেই পাবেন ৭১ লাখ টাকা।
সুকন্যা সমৃদ্ধি যোজনা ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে। এটি বেটি বাঁচাও, বেটি পড়াওয়ের অন্তর্গত। এটি একটি স্বল্প মেয়াদী স্কিম যার ফলে আপনার কন্যা ভাল টাকা পেতে পারে। এখানে সুদের হার অনেক বেশি। পাশাপাশি রয়েছে করছাড়ের দিকটিও। যখন এটি আপনি ফেরত পাবেন তখন সেখানেও কর ছাড়ের দিকটি থাকবে। এই স্কিমের অন্তর্গত ইতিমধ্যে ৪.১ কোটি টাকার অ্যাকাউন্ট চালু রয়েছে।

সুকন্যা সমৃদ্ধি যোজনাতে আপনি সুদের হার পাবেন ৮.২ শতাংশ। এটি যেকোনও ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার থেকে অনেকটা বেশি। আপনি এখানে যে টাকা বিনিয়োগ করবেন তার দায়িত্ব নেবে সরকার। যদি আপনার কন্যার বয়স ১০ বছর হয় তাহলে সে অতি সহজেই এই অ্যাকাউন্টটি খুলতে পারে। আপনার একজন কন্যার জন্য একটি করে অ্যাকাউন্ট খুলতে পারেন।
এটি খুলতে হলে আপনাকে তার জন্মের সার্টিফিকেট, আইডি প্রমাণ এবং ঠিকানার প্রমাণ জমা দিতে হবে। এটি আপনি নিজের কাছের যেকোনও পোস্ট অফিস বা ব্যাঙ্কের শাখাতে গিয়ে খুলতে পারেন। এটি খোলার ১৫ বছর পর পরিনত হবে। তবে আপনি নিজের কন্যার শিক্ষার জন্য তার ১৮ বছর পর এখান থেকে যদি মনে করেন সেখানে খানিকটা টাকা তুলে নিতে পারেন।

যখন তার বয়স ২১ বছর হবে তখন এটি একেবারে পূর্ণতা পাবে। তবে যদি সেই সময়ের মধ্যে তার বিয়ে হয়ে যায় তাহলে সেই সময়তেই এই অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। যদি এখানে আপনি প্রতি বছর দেড় লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে ১৫ বছর ধরে সেই টাকা হবে মোট ৭১ লাখ ৮২ হাজার ১১৯ টাকা।
আরও পডুন: লাখ লাখ মৃত ব্যক্তির সক্রিয় আধার কার্ড! মাথায় হাত পড়ল আধার কর্তৃপক্ষের
তার মধ্যে ২২.৫ লাখ টাকা আপনি নিজে সেখানে জমা করবেন। বাকি ৪৯.৩২ লাখ টাকা আপনি সুদ হিসেবে পাবেন। তবে এখানে সবার থেকে ভাল বিষয় হল গোটা টাকাটি আপনি করমুক্ত হিসেবে পাবেন।
তবে এখানে বিনিয়োগ করার আগে সমস্ত বিষয়টি নিয়ে ভাল করে খবর করে নেবেন। এবিষয়ে সমস্ত তথ্য জানার পরই আপনি নিজের কাজটি করতে পারবেন। যদি প্রথম থেকে আপনি এখানে নিজের ঘরের কন্যার জন্য বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে আপনি ভাল টাকা রিটার্ন পেতে পারেন। তবে সেজন্য আপনাকে প্রথম থেকে বিনিয়োগের পথে যেতে হবে। যদি সঠিকভাবে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখানে আপনার কন্যা ২১ বছর বয়সেই হাতে পেতে পারে ৭১ লাখ টাকা। এই টাকা দিয়ে আপনি তার উচ্চশিক্ষা থেকে শুরু করে বাকি সমস্ত কাজে বিনিয়োগ করতে পারবেন।
