আজকাল ওয়েবডেস্ক: সোনা নিয়ে যারা বেশি ভাবছেন তাদের কাছে আরও একটি সুখের খবর। ঘরে যদি রূপার গয়না থাকে তাহলে সেখান থেকেও আপনি হতে পারেন লাভবান। শুক্রবার এমসিএক্স হিসেবে রূপার দাম ২ লাখ টাকা পার করে গেল। এদিন দিনের শুরুতে রূপা যেখানে ১ লাখ ৯৯ হাজার ২৩৮ টাকা ছিল, সেখান থেকে একেবারে হয়ে গেল ২ লাখ ৩৬২ টাকা।
যারা সোনা নিয়ে এতটা মাতামাতি করে থাকেন তাদের কাছে রূপাও একটি বিরাট সম্পদ। বিগত কয়েকমাস ধরেই রূপা তার খেলা দেখাচ্ছে। সোনার সঙ্গে তাল রেখে রূপাও এগিয়ে চলেছে। তবে রূপা নিয়ে মানুষ এতটা উৎসাহী ছিল না যতটা সে ছিল সোনা নিয়ে।
বিশেষজ্ঞরা মনে করছেন বিশ্বের বাজারে রূপার দাম সোনার থেকে বেড়ে যাওয়ার পিছনে কয়েকটি কারণ রয়েছে।
১. বিভিন্ন দেশে শিল্পের বিকাশ ঘটেছে। শিল্পের বিকাশের দিক থেকে রূপা একটি বিশেষ উপাদান। তাই রূপার দাম এতটা বেড়েছে।
২. মার্কিন ফেডারেল রেটের ফলে রূপার চাহিদা আরও উঠেছে। ফলে সেখান থেকে রূপার দামে আরও বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।
৩. বিনিয়োগকারীরা এখন ধাতুর দিকে বেশি ঝুঁকেছেন। ফলে সেখান থেকে তারা সোনা-রূপাকই বেছে নিয়েছেন।
৪. ডলারের দাম যেহেতু বেশি ওঠানামা করছে না সেখান থেকে রূপার দাম ঝড়ের গতিতে বেড়েছে।
৫. বিশ্বের বিভিন্ন শিল্পের ক্ষেত্রে রূপা নিজের খেলা দেখিয়েছে। সোনার প্যানেল থেকে শুরু করে বিদ্যুতিক গাড়ি, সেমিকন্ডাক্টর এবং ইলেট্রনিক্সে রূপার ব্যবহার প্রতিদিন বাড়ছে।
ভারতের বাজারে এই চাহিদা বৃদ্ধির ফলে রূপার দাম দ্রুত বেড়েছে। এদিন রূপার দাম ২ লাখ পার করার পর সকলেই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। ২০২৬ সালের আগাম হিসেব অনুসারে রূপার দাম সোনার তুলনায় অনেক বেশি হতে পারে বলেই মনে করা হচ্ছে। ২ লাখ পার করার পর রূপা এবার আড়াই লাখের দিকে এগিয়ে যাবে। এখানেও বিনিয়োগের সম্ভাবনা অনেকটা বেড়েছে।
দেশের প্রধান শহর অনুযায়ী আজকের রুপোর দাম (১ কেজি)
দিল্লি -২,০১,১০০ টাকা।
মুম্বই- ২,০১,১০০ টাকা।
আহমেদাবাদ- ২,০১,১০০ টাকা।
চেন্নাই- ২,০৯,১০০ টাকা।
কলকাতা - ২,০১,১০০ টাকা।
তাহলে হিসেব করলেই দেখা যাচ্ছে সোনাকে কার্যত হারিয়ে দিয়েছে রূপা। এখানেও প্রতিদিন দামের গ্রাফ বেশ চড়া। যারা এখানে বিনিয়োগ করার কথা ভাবছেন তাদের কাছেও এটি একটি বিরাট দিক হিসেবে আগামীদিনে হতে পারে।
