আজকাল ওয়েবডেস্ক: ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শোলে ভারতের প্রেক্ষাগৃহে আগুন লাগিয়ে দিয়েছিল। একটি সাংস্কৃতিক অগ্নিশিখা যা আজও জ্বলজ্বল করে। পঞ্চাশ বছর আগে শোলে ভারতীয় সিনেমার আকাশে বিস্ফোরণ ঘটিয়ে বলিউডের গল্প বলার ধরনই বদলে দিয়েছিল। এই ছবি ওয়েস্টার্ন স্টাইলের এক ধারাকে ভারতীয় পারিবারিক কাহিনির আবেগকে মেলবন্ধন করেছিল।
শোলে বক্স অফিসে ৩০ কোটি আয় করেছিল। আজকের মুদ্রাস্ফীতির হিসেবে সেটি ৩,০০০ কোটিরও বেশি যা ভারতীয় সিনেমার ইতিহাসে এক নজিরবিহীন সাফল্য। এটি সবচেয়ে বেশি টিকিট বিক্রি করা সিনেমা। সর্বাধিক গোল্ডেন জুবিলি করা সিনেমা, এবং দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আসার আগে পর্যন্ত এটি ছিল ভারতের সবচেয়ে দীর্ঘদিন চলা ছবি।
আরও পড়ুন: সেপ্টেম্বর মাস থেকে সোনা কিনতে গেলেই মানতে হবে এই নিয়ম, মাথায় হাত স্বর্ণ ব্যবসায়ীদের
এই ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, আমজাদ খান, হেমা মালিনী ও জয়া বচ্চন। শোলে শুধু একটা সিনেমা ছিল না—এটি ছিল একটি ঘটনার নাম। এর ডায়লগগুলো মানুষের কথোপকথনের অংশ হয়ে গেছে। দৃশ্যগুলো নিয়ে দশকজুড়ে আলোচনা হয়েছে, আর গব্বর সিং হয়ে উঠেছেন পপ কালচারের অমর চরিত্র। বিজ্ঞাপন, রাজনীতি, নাটক, এমনকি রাস্তার ভাষাতেও এর প্রভাব ছড়িয়ে পড়েছিল।
যেমন একজন বিনিয়োগকারী ধৈর্য ধরে বছরের পর বছর তার পোর্টফোলিও গড়ে তোলেন তেমনই শোলে-ও তার সাংস্কৃতিক মর্যাদা গড়ে তুলেছে। প্রতিটি রি-রিলিজ, প্রতিটি রি-ওয়াচ তার কিংবদন্তি অবস্থানকে আরও মজবুত করেছে।

আপনি কি কখনও ভেবেছেন, কেউ যদি টানা ৫০ বছর বিনিয়োগ করে, কী হতে পারে? শোলে যেমন প্রতিটি বছরে তার কৃতিত্ব বাড়িয়েছে, তেমনি দীর্ঘমেয়াদি বিনিয়োগও ধীরে ধীরে সম্পদের শক্ত ভিত তৈরি করে। এটি সময়ের পরীক্ষায় টিকে থাকে এবং আরও মূল্যবান হয়ে ওঠে।
মাসে ৫,০০০ করে ৫০ বছর বিনিয়োগ করলে, মোট বিনিয়োগ = ৩০,০০,০০০। যদি বাৎসরিক ১২% রিটার্ন ধরা হয়, তাহলে ভবিষ্যতে এর মূল্য দাঁড়াবে প্রায় ১৯.৭২ কোটি। বিনিয়োগের ঝুঁকি ও লাভের ভারসাম্য বজায় রাখতে ইকুইটি, বন্ড, রিয়েল এস্টেট ও সোনায় বৈচিত্র আনুন। ইকুইটির অনুপাত বেশি রাখুন। নিরাপদ বন্ড বা স্থিত আয়ের দিক ঝুঁকুন। দীর্ঘমেয়াদে সর্বোচ্চ রিটার্নের সম্ভাবনা। SIP-এর মাধ্যমে রূপি-কস্ট অ্যাভারেজিং এবং কম্পাউন্ডিং লাভ। মূল্যবৃদ্ধি ও ভাড়ার আয়। REIT-এর মাধ্যমে ছোট বিনিয়োগে প্রবেশ সম্ভব।

মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ঢাল। বিনিয়োগ করুন Gold ETF, Gold Fund বা Sovereign Gold Bond-এ। সরকারি, কর্পোরেট বা Inflation-Indexed Bond স্থিতিশীলতা ও নিয়মিত আয় দিতে পারে। সরকারি সমর্থিত প্রকল্প, যেখানে নিরাপত্তা, ট্যাক্স বেনিফিট এবং ইকুইটি ও ডেটের মিশ্রণ রয়েছে।
নিজের ঝুঁকির সহনশীলতা বুঝে পরিকল্পনা করুন। নিয়মিত রিভিউ ও রিব্যালান্স করুন। মুদ্রাস্ফীতি-পার করা রিটার্ন টার্গেট করুন। ঋণমুক্ত থাকার চেষ্টা করুন যেন আরও বিনিয়োগ করা যায়। একজন যোগ্য আর্থিক উপদেষ্টা আপনার লক্ষ্য অনুযায়ী কাস্টমাইজড পরিকল্পনা করতে পারেন যাতে আপনার সম্পদ কয়েক দশক ধরে বৃদ্ধি ও সংরক্ষিত হয়।
যেমন শোলে প্রতিটি বছরে নিজেকে নতুন করে প্রতিষ্ঠা করেছে, তেমনি আপনার সম্পদও বিস্ময়করভাবে বাড়তে পারে যদি আপনি সময়, ধৈর্য ও নিয়মিততা বজায় রাখেন। চটজলদি লাভ নয়, সত্যিকারের সাফল্য আসে ধৈর্য, শৃঙ্খলা ও সময়ের শক্তিতে। সিনেমা হোক বা বিনিয়োগ—দীর্ঘস্থায়ী জয়ই আসল কিংবদন্তি তৈরি করে।
