আজকাল ওয়েবডেস্ক: ফিক্সড ডিপোজিটে যদি বেশি টাকা সুদ হিসাবে পাওয়া যায় তাহলে সকলের ভাল লাগে। দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলি তাদের নিজেদের হিসাবমতো ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন করে থাকে। তবে বেশ কয়েকটি ছোটো ব্যাঙ্কও রয়েছে যেখানে সুদের হার বেশ ভাল। যদি একটু হিসাব করে বিনিয়োগ করা যায় তাহলে সেখান থেকেও মিলতে পারে ভাস সুদ।
শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্ক সম্প্রতি তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন করেছে। ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে জেনারেল সিটিজেনদের জন্য এখানে সুদের হার করা হয়েছে ৩.৫০ শতাংশ থেকে শুরু করে ৮.৮০ শতাংশ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৪ শতাংশ থেকে শুরু করে ৯.৩০ শতাংশ। ২২ জানুয়ারি থেকেই এই নতুন সুদের হার কার্যকরী হয়েছে।
এখানে ৭ দিন থেকে ১৪ দিনে জেনারেল সিটিজেনরা পাবেন ৪ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৩.৫০ শতাংশ। ১৫ দিন থেকে শুরু করে ২৯ দিনে জেনারেল সিটিজেন পাবেন ৩.৭৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৪.২৫ শতাংশ। ৩০ দিন থেকে ৯০ দিন পর্যন্ত জেনারেল সিটিজেনরা পাবেন ৪.২৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৪.৭৫ শতাংশ।
৯১ দিন থেকে ১৮০ দিনে জেনারেল সিটিজেনরা পাবেন ৪.৭৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৫.২৫ শতাংশ। ৬ মাস থেকে শুরু করে ৯ মাসে জেনারেল সিটেজেনরা পাবেন ৬ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৫০ শতাংশ। ৯ মাস থেকে শুরু করে ১২ মাসে জেনারেল সিটিজেনরা পাবেন ৬ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৫০ শতাংশ।
১৩ মাস থকে ১৭ মাস পর্যন্ত জেনারেল সিটিজেনরা পাবেন ৮.৮০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৯.৩০ শতাংশ। ১৮ মাস থেকে ২৪ মাস পর্যন্ত জেনারেল সিটিজেনরা পাবেন ৮.৩০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৮.৮০ শতাংশ। ২৫ মাস থেকে ৩৬ মাস পর্যন্ত জেনারেল সিটিজেনরা পাবেন ৭.৫০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৮ শতাংশ।
