আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্ক এবং পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে টাকা রাখানে অনেকেই। জমা রাখা টাকায় রিটার্নের হার শেয়ার মার্কেটের মতো না হলেও এতে সুরক্ষা বেশি। তাই আমানতকারীদের কাছে ফিক্সড ডিপোজিট প্রকল্প বেশ জনপ্রিয়। বিভিন্ন ব্যাঙ্ক এই প্রকল্পে জমা রাখা টাকায় বিভিন্ন হারে সুদ প্রদান করে থাকে। পোস্ট অফিসেও এই প্রকল্পে টাকা জমা রাখা যায়। কিন্তু সুদের হার ব্যাঙ্কের থেকে আলাদা।

ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে মাত্র ১০০০ টাকা দিয়ে ফিক্সড ডিপোজিট প্রকল্পে খাতা খোলা যায়। এক থেকে পাঁচ বছর বা ১০ বছর পর্যন্ত টাকা জমা রাখা যায় এই প্রকল্পে। দেখে নেওয়া যাক স্টেচ ব্যাঙ্ক অই ইন্ডিয়া (এসবিআই) না পোস্ট অফিস কে ফিক্সড ডিপোজিটে রিটার্ন দিচ্ছে বেশি। 

ধরুন, আপনি ২ লক্ষ টাকা পাঁচ বছরের জন্য এসবিআই-তে রেখেছেন। পাঁচ বছর পর ৬.৫ শতাংশ হারে আপনি ৭৬,০৮৪ টাকা সুদ পাবেন। অর্থাৎ মোট ২,৭৬,০৮৪ টাকা পাবেন আপনি। সমপরিমাণ টাকা একই সময়ের জন্য পোস্ট অফিসে রাখলে আপনি ৭.৫ শতাংশ হারে মোট ২,৮৯,৯০০ টাকা পাবেন।

এ বার দেখে নেওয়া যাক ফিক্সড ডিপোজিটে স্টেট ব্যাঙ্কে সুদের হার। ৭ থেকে ৪৫ দিনের জন্য ৩.৫ শতাংশ, ৪৬ থেকে ১৭৯ দিনের জন্য ৫.৫ শতাংশ, ১৮০ থেকে ২১০ দিনের জন্য ৬.২৫ শতাংশ, ২১১ দিন থেকে এক বছরের কম সময়ের জন্য ৬.৫ শতাংশ, ২ বছরের কম সময়ের জন্য ৬.৮ শতাংশ, তিন বছরের কম সময়ের জন্য ৭ শতাংশ, পাঁচ বছরের কম সময়ের জন্য ৬.৭৫ শতাংশ এবং পাঁচ থেকে ১০ বছরের জন্য ৬.৬ শতাংশ হারে সুদ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক।

পোস্ট অফিস এক বছরের জন্য ৬.৯ শতাংশ, ২ বছরের জন্য ৭ শতাংশ, তিন বছরের জন্য ৭.১ শতাংশ এবং পাঁচ বছরের জন্য ৭.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।