আজকাল ওয়েবডেস্ক: নিজের টাকা যাতে ভালভাবে বেড়ে ওঠে এটা সকলেই চান। তবে এই কাজটি অতি সহজ নয়। চলতি সময়ে বিভিন্ন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার একেবারে নিচের দিকে চলে গিয়েছে। ফলে সেখান থেকে ব্যাঙ্কে টাকা রাখলে সেখান থেকে ভাল সুদ পাওয়ার আশা একেবারে কম। তাহলে বিকল্প পথ কী হতে পারে।


আরবিআই কয়েকদিন আগেই ১০০ বেসিক পয়েন্ট কাট করেছে। ফলে সেখান থেকে প্রতিটি ব্যাঙ্কের সেভিংসে সুদের হারে বিরাট ধাক্কা পড়েছে। এসবিআই সেখানে সুদের হার দিচ্ছে ২.৫০ শতাংশ। এইচডিএফসি ব্যাঙ্ক দিচ্ছে ২.৭৫ শতাংশ। আইসিআইসিআই ব্যাঙ্ক দিচ্ছে ২.৭৫ শতাংশ। অ্যাক্সিস ব্যাঙ্ক দিচ্ছে ২.৭৫ শতাংশ। আইডিএফসি ব্যাঙ্ক দিচ্ছে ৩ থেকে ৭ শতাংশ। 


এই হিসেব থেকেই দেখা গিয়েছে দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলিতে যে হারে সুদের হার কমেছে সেখানে সাধারণ মানুষ সেভিংস অ্যাকাউন্টের দিকে আর মন দেন না। ঘরে টাকা রাখতে পারবেন না বলেই তারা ব্যাঙ্কে গিয়ে টাকা রাখেন। 


সেভিংসের যদি এই হাল হয় তাহলে সেখান থেকে কোথায় বিকল্প থাকবে। এখানে আপনাকে ফিক্সড ডিপোজিট এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের দিকে মন দিতে হবে। সেখানে নিজের সেভিংস অ্যাকাউন্টকে মাইনে, ইউপিআই লেনদেন, বিল পেমেন্ট, ইএমআইয়ের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।


সেখানে আপনি স্বল্প সময়ের বিনিয়োগের দিকে জোর দিতে পারেন। এখানে ফিক্সড ডিপোজিট একটি অনেক ভাল অপশন। সেখানে ১ বছর থেকে শুরু করে তিন বছরের বেশ কয়েকটি ফিক্সড ডিপোজিট থাকে। সেখানে বিনিয়োগ করা যেতে পারে। 


টাকা বিনিয়োগ করার আগে ভাল করে পরিকল্পনা করে নিতে হবে। তাহলেই সেই টাকা থেকে ভাল লাভের অঙ্ক ঘরে ঢুকবে। মিউচুয়াল ফান্ডে ঝুঁকি থাকে। তবে এখানে বিনিয়োগ করলে অনেকেই নিজের লাভের টাকা ঘরে তুলেছেন। তাই এখানে বিনিয়োগ করা আগে ভাল করে যদি জেনে নেওয়া যায় তাহলে সেখান থেকে ভাল লাভ ঘরে তুলতে পারবেন।