আজকাল ওয়েবডেস্ক : আরবিএল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট নিয়ে তাদের সুদে কিছু বিশেষ পরিবর্তন করেছে। ৩ কোটি টাকা পর্যন্ত এই সুদের হার পাওয়া যাবে বলে খবর। ১৫ ডিসেম্বর থেকে এই সুদের হার শুরু হবে বলে ব্যাঙ্ক ওয়েবসাইট থেকে জানা গিয়েছে। 

 

এখানে সাধারণ সিটিজেন পাবেন ৮. ৫০%। সিনিয়র সিটিজেন পাবেন ৮. ৭৫%। এখানে টাকা বিনিয়োগ করলে ভাল সুদের হার মিলবে। 

 

এখানে ৭ দিন থেকে ১৪ দিনে সুদের হার রয়েছে ৩. ৫%। ১৫ থেকে ৪৫ দিনে সুদের হার রয়েছে ৪%। ৪৬ থেকে ৯০ দিনে সুদের হার রয়েছে ৪. ৫০%। ৯১ থেকে ১৮০ দিনে সুদের হার রয়েছে ৪. ৭৫%।

 

১৮১ দিন থেকে ২৪০ দিনে সুদের হার রয়েছে ৫. ৫০%। ২৪১ থেকে ৩৬৪ দিনে সুদের হার রয়েছে ৬. ০৫%। ৩৬৫ থেকে ৪৫২ দিনে সুদের হার রয়েছে ৭. ৫০%। ৪৫৩ থেকে ৪৯৯ দিনে সুদের হার রয়েছে ৭. ৮০%। ৫০০ দিনে সুদের হার রয়েছে ৮%।  

 

এই ব্যাঙ্ক বছরের শেষে সাধারণ নাগরিক থেকে সিনিয়র সিটিজেন সবার জন্য ভাল সুদের হার দেবে। এখানে এখন থেকে বিনিয়োগ করলে আগামী সময় দারুন সুদের হার পাবেন। তবে এখানে বিনিয়োগ করার আগে ব্যাঙ্ক গিয়ে সব তথ্য যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবেন। কথা বলতে পারেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ সঙ্গে। তারপর নিজের হিসাবে টাকা বিনিয়োগ করবেন।