আজকাল ওয়েবডেস্ক: আরবিআই এবার চালু করল প্রবাহ পোর্টাল। ১ মে থেকেই এই পোর্টালটি চালু হয়ে গিয়েছে। সকল আর্থিক প্রতিষ্ঠান, আর্থিক কোম্পানি এবং আরবিআই রেগুলেটেড সংস্থাহগুলি এবার থেকে এই প্রবাহ পোর্টালে থেকেই কাজ করবে। নতুন লাইসেন্সের আবেদন করা, লাইসেন্সকে মনোনয়ন দেওয়া এবং আরও যাবতীয় কাজ করা যাবে এই প্রবাহ পোর্টাল থেকে।
১১ এপ্রিল আরবিআই একটি নোটিফিকেশন জারি করে। সেখানে বলা হয়েছে ১ মে থেকে সমস্ত কাজ করতে হবে প্রবাহ পোর্টাল থেকে। সেখান থেকেই এবার এই সমস্ত কাজ করতে হবে।
কী এই প্রবাহ পোর্টাল। এই প্রশ্ন সকলের মনে আসতেই পারে। প্রবাহের অর্থ হল প্ল্যাটফর্ম ফর রেগুলেটরি অ্যাপ্লিকেশন, ভ্যালিডেশন এবং অথরাইজেশন। এটি একটি নিরাপদ, ওয়েব-ভিত্তিক পোর্টাল যা আরবিআই দ্বারা ২৮ মে, ২০২৪ তারিখে চালু করা হয়েছিল। এই প্ল্যাটফর্মের লক্ষ্য আবেদন প্রক্রিয়া সহজ করা, তাকে দ্রুত করা এবং ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয়ের কাজকে আরও স্বচ্ছ করা।
আরবিআই লক্ষ্য করেছে যে, প্রবাহ পোর্টাল চালু করা সত্ত্বেও, বেশিরভাগ ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান আবেদন জমা দেওয়ার জন্য এখনও প্রচলিত পদ্ধতি, যেমন ইমেল বা হার্ড কপি ব্যবহার করছে। এই সমস্যা সমাধানের জন্য আরবিআই ১ মে থেকে কেবল প্রবাহ পোর্টাল ব্যবহার বাধ্যতামূলক করেছে।
এই পোর্টালে সহজ নির্দেশাবলী সহ সমস্ত প্রয়োজনীয় ফর্ম সরবরাহ করা হয়েছে। ব্যবহারকারীরা তাদের আবেদন জমা দিতে এর অগ্রগতি ট্র্যাক করতে এবং সতর্কতা পেতে পারেন। অতিরিক্ত সহায়তার জন্য এই সাইটে একটি ব্যবহারকারীর ম্যানুয়াল রয়েছে যা বিভিন্ন প্রশ্ন এবং ভিডিও টিউটোরিয়াল দিয়ে সমৃদ্ধ থাকবে।
চালু হওয়ার পর থেকেই প্রবাহ ইতিমধ্যেই প্রায় ৪,০০০ অনুরোধ পেয়েছে। এই নতুন নিয়মের মাধ্যমে আরবিআই স্বচ্ছতা বৃদ্ধি এবং অনুমোদন প্রক্রিয়ায় যে দেরি এতদিন ধরে চলে আসত তা কমানোর দিকে আশা করছে।
