আজকাল ওয়েবডেস্ক : বৃহস্পতিবারই আরবিআই রেপো রেট অপরিবর্তিত রেখেছে। টানা নবার রেপো রেট অপরিবর্তিত রেখেছে আরবিআই। ৬.৫ শতাংশ হারেই থাকছে রেপো রেট। তবে এরফলে কীভাবে প্রভাব পড়বে আপনার লোনের ইএমআইতে ?
১. যারা হোম লোন নিয়েছেন তাঁদের চিন্তার কোনও কারণ নেই। রেপো রেটের হার এক থাকার ফলে হোম লোনের মাত্রা বাড়ছে না।
২. অটো লোন যারা নিয়েছেন তাঁরাও নিশ্চিন্তে ঘুমোতে পারেন। কারণ এখানেও সুদের হার একই থাকছে।
৩. পার্সোনাল লোন যাদের রয়েছে তারাও শান্তিতে থাকতে পারেন। রেপো রেটের এই হারে তাঁদেরও সুদে পরিবর্তন হচ্ছে না।
৪. নতুন যারা লোন নেবেন বলে ভাবছেন তাঁরাও আরামসে লোন নিতে পারেন। সুদের হার এক থাকবে, কোনও পরিবর্তন হবে না।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশ কমিয়ে আনার জন্য যে পদক্ষেপ করছে এই সিদ্ধান্ত তারই এক অংশ। মুদ্রাস্ফীতি এবং বৃদ্ধির হার বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি আরও জানান, ভারতে বিদেশি মুদ্রার সঞ্চয় ২ আগস্ট ৬৭ হাজার ৫০০ কোটি ডলারে গিয়েছে। এটি একটি সর্বকালীন নজির।।
১. যারা হোম লোন নিয়েছেন তাঁদের চিন্তার কোনও কারণ নেই। রেপো রেটের হার এক থাকার ফলে হোম লোনের মাত্রা বাড়ছে না।
২. অটো লোন যারা নিয়েছেন তাঁরাও নিশ্চিন্তে ঘুমোতে পারেন। কারণ এখানেও সুদের হার একই থাকছে।
৩. পার্সোনাল লোন যাদের রয়েছে তারাও শান্তিতে থাকতে পারেন। রেপো রেটের এই হারে তাঁদেরও সুদে পরিবর্তন হচ্ছে না।
৪. নতুন যারা লোন নেবেন বলে ভাবছেন তাঁরাও আরামসে লোন নিতে পারেন। সুদের হার এক থাকবে, কোনও পরিবর্তন হবে না।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশ কমিয়ে আনার জন্য যে পদক্ষেপ করছে এই সিদ্ধান্ত তারই এক অংশ। মুদ্রাস্ফীতি এবং বৃদ্ধির হার বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি আরও জানান, ভারতে বিদেশি মুদ্রার সঞ্চয় ২ আগস্ট ৬৭ হাজার ৫০০ কোটি ডলারে গিয়েছে। এটি একটি সর্বকালীন নজির।।
