সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতা রবি কিষেণ সম্প্রতি এক বিস্ময়কর তথ্য ফাঁস করেছেন! অনুরাগ কাশ্যপের কাল্ট ক্লাসিক 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এ অভিনয়ের সুযোগ পেলেও শেষমেশ ছবিটি হাতছাড়া করেন তিনি। তবে এর পেছনে কারণ কী? অভিনেতার দাবি, কেউ একজন কাশ্যপের কানে এমন কিছু গল্প পৌঁছে দিয়েছিল, যার কিছু সত্যি হলেও, বেশিরভাগই ছিল গুজব! এর মধ্যে ছিল—তিনি নাকি দুধ দিয়ে স্নান করতেন!
এক সাক্ষাৎকারে রবি কিষেণ বলেন, “হ্যাঁ, আমি সত্যিই দুধ দিয়ে স্নান করতাম। এতে আনন্দ পেতাম। কেউ এটা অনুরাগ কাশ্যপকে বলে দেয়। আমি একটু আলাদা ধরনের মানুষ, আর সেটাই তো একজন শিল্পীর পরিচয়! যদি আমি সাধারণ হই, তাহলে তো অফিসে চাকরি করতাম, টিফিন বক্স নিয়ে যেতাম! কিন্তু অনুরাগ বলেছিলেন, আমার বিলাসী চাহিদা মেটানোর মতো বাজেট তাঁর হাতে নেই, তাই আমাকে বাদ দিতে হয়েছে। এছাড়াও আরও কিছু গুজব ছড়ানো হয়েছিল আমাকে নিয়ে। অথচ ছবির সবাই পরবর্তীকালে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।”
এটাই প্রথম নয়, এর আগেও নিজের ব্যতিক্রমী অভ্যাস নিয়ে কথা বলেছেন রবি কিষেণ। একবার এক সাক্ষাৎকারে অকপট স্বীকারোক্তি দেন, “হ্যাঁ, আমি দুধে স্নান করতাম এবং গোলাপের পাপড়ির বিছানায় ঘুমাতাম! আমি নিজেকে বড় তারকা ভাবতাম, তাই এসব গুরুত্বপূর্ণ মনে হতো। লোকে আমাকে আল পাচিনো আর রবার্ট ডি নিরোর সিনেমা দেখিয়ে বলত, তাঁরা কেমন জীবনযাপন করত। আমাকেও ‘দ্য গডফাদার’ ৫০০ বার দেখানো হয়েছিল! কিন্তু আমি তো একেবারে দেশি পারফর্মার। তাই এসবই করতাম, কারণ আমি চাইতাম মানুষ এগুলো নিয়ে কথা বলুক।”
যদিও গ্যাংস অফ ওয়াসেপুর মিস করার পরেও, পরে অনুরাগ কাশ্যপের সঙ্গে ‘মুক্কাবাজ’-এ কাজ করেন রবি কিশন। তবে তাঁদের সম্পর্কের সমীকরণ বদলে যায়, যখন রবি, এখন যিনি একজন সাংসদ, মাদকবিরোধী অবস্থান নেন। এক সাক্ষাৎকারে কাশ্যপ ঠাট্টার সুরে বলেন, “রবি কিষেণ আমার ছবি ‘মুক্কাবাজ’-এ অভিনয় করেছিল। প্রতিদিন সকালে ‘জয় শিব শম্ভু, জয় বাম ভোল’ বলত। দীর্ঘদিন ধরে ও গাঁজা সেবন করত—এটা সবাই জানে। এখন হয়তো মন্ত্রী হওয়ার পর সব ছেড়ে দিয়েছে।”
রবি কিষেণ-এর অতীত, তাঁর বিলাসবহুল জীবনযাত্রা, আর অনুরাগ কাশ্যপের সঙ্গে সম্পর্কের ওঠানামা—সব মিলিয়ে এই বিস্ফোরক স্বীকারোক্তি বলিউডে নতুন করে আলোচনার ঝড় তুলেছে!
