আজকাল ওয়েবডেস্ক: ভারতের সাধারণ মানুষের কাছে ছোট সঞ্চয় প্রকল্প বা স্মল সেভিংস স্কিম সবসময়ই নির্ভরযোগ্য বিনিয়োগের মাধ্যম। প্রতি ত্রৈমাসিকে অর্থ মন্ত্রক এই প্রকল্পগুলির সুদের হার ঘোষণা করে। এবারও ২০২৫–২৬ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য নতুন হার ঘোষণা হবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। এই ঘোষণাকে ঘিরে আমানতকারীদের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।


বর্তমানে যে প্রকল্পগুলি সবচেয়ে জনপ্রিয় সেগুলির মধ্যে রয়েছে—পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, কিষান বিকাশ পত্র, পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, এবং পোস্ট অফিস টাইম ডিপোজিট । গত ছয় ত্রৈমাসিক ধরে সরকার এই প্রকল্পগুলির বেশিরভাগের সুদের হার অপরিবর্তিত রেখেছে। ফলে এবার হার পরিবর্তন হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: রুপোর এসআইপি হতে পারে দুর্দান্ত বিনিয়োগ, জেনে নিন এর হালহকিকত


সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)
কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই প্রকল্পের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। চলতি জুলাই–সেপ্টেম্বর ত্রৈমাসিকে এটির সুদের হার বার্ষিক ৮.২%। সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে যুক্ত হয়। দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে এটি অভিভাবকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় বিকল্প।


পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)
অবসর পরিকল্পনা কিংবা নিরাপদ বিনিয়োগের জন্য PPF বহু বছরের পরীক্ষিত পথ। বর্তমানে এর সুদের হার বার্ষিক ৭.১%, এবং সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে যুক্ত হয়। দীর্ঘ মেয়াদের জন্য ঝুঁকিমুক্ত বিনিয়োগ চান এমনদের কাছে এটি অন্যতম সেরা পছন্দ।


সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (SCSS)
অবসরপ্রাপ্তদের জন্য এটি একটি উচ্চ-ফলনশীল প্রকল্প। বর্তমানে সুদের হার বার্ষিক ৮.২% এবং সুদ প্রতি ত্রৈমাসিকে প্রদান করা হয়। অবসরের পর নিয়মিত আয় নিশ্চিত করার জন্য এটি প্রবীণ নাগরিকদের অন্যতম প্রিয় বিকল্প।


ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) ও পোস্ট অফিস টাইম ডিপোজিট
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বর্তমানে বার্ষিক ৭.৭% সুদ দেয়। অন্যদিকে পোস্ট অফিসের স্থায়ী আমানতে মেয়াদভেদে ভিন্ন সুদের হার নির্ধারিত। তিন বছরের জন্য বার্ষিক ৭.১% এবং পাঁচ বছরের জন্য বার্ষিক ৭.৫% সুদ মেলে। দীর্ঘমেয়াদে স্থির রিটার্ন চান এমনদের জন্য এগুলি ভালো বিকল্প।


পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (POMIS)
যাঁরা প্রতি মাসে স্থায়ী আয়ের নিশ্চয়তা চান, তাঁদের জন্য এই প্রকল্প উপযোগী। বর্তমানে এটি বার্ষিক ৭.৪% সুদ দেয় এবং প্রতি মাসে সুদ হিসেবে অর্থ পাওয়া যায়। বিশেষ করে অবসরপ্রাপ্ত কিংবা নিয়মিত নগদ প্রবাহ চান এমন বিনিয়োগকারীদের জন্য এটি আকর্ষণীয়।


স্মল সেভিংস স্কিমগুলি সম্পূর্ণ সরকারি সুরক্ষায় পরিচালিত হয়। তাই ঝুঁকি তুলনামূলক কম এবং সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবীণরা পর্যন্ত এগুলিকে নির্ভরযোগ্য বিনিয়োগ হিসেবে দেখেন। গত ছয় ত্রৈমাসিকে সুদের হার অপরিবর্তিত থাকায়, এবার হার বাড়তে পারে কি না, তা নিয়েই কৌতূহল। সব মিলিয়ে, আগামী ৩০ সেপ্টেম্বর ঘোষিত হার অনুযায়ী অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের সঞ্চয় পরিকল্পনা সাজাবেন আমানতকারীরা। বিশেষজ্ঞদের মতে, সঞ্চয়ের স্থিতি বজায় রাখতে এবং দীর্ঘমেয়াদে নিরাপদ রিটার্ন পেতে এই প্রকল্পগুলি এখনও ভারতীয়দের অন্যতম ভরসা।