আজকাল ওয়েবডেস্ক: প্রতিটি ব্যাঙ্ক প্রায়ই তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার রদবদল করে থাকে। এবার সেই তালিকায় উঠে এল দেশের তিনটি ব্যাঙ্কের নাম। 


পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং ডিসিবি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হারে বিরাট বদল নিয়ে এল। চলতি মাস থেকেই এই নতুন সুদের হার কার্যকর হবে। 


পিএনবি:  পিএনবি তাদের ৩ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগে ৭ দিন থেকে শুরু করে ১০ বছরে সুদের হার করেছে ৩.৫০ শতাংশ থেকে ৭ শতাংশ। এটি জেনারেল সিটিজেনজদের ক্ষেত্রে কার্যকরী হবে। ৩৯০ দিনের সময়ে সুদের হার থাকবে ৭ শতাংশ। এর আগে ৭.১০ শতাংশ হারে সুদ ছিল ৩৯০ দিনের সময়ে। সিনিয়র সিটিজেনরা পাবেন ৪ শতাংশ থেকে শুরু করে ৭.৫০ শতাংশ। সুপার সিনিয়র সিটিজেনরা পাবেন ৪.৩০ শতাংশ থেকে শুরু করে ৭.৮০ শতাংশ।


কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক:  কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৩ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল করেছে। এখানে জেনারেল সিটিজেনরা পাবেন ২.৭৫ শতাংশ থেকে শুরু করে ৭.১০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৩.২৫ শতাংশ থেকে শুরু করে ৭.৬০ শতাংশ। সিনিয়র সিটিজেনরা ৩৯১ দিনের সময়ে সর্বোচ্চ সুদ পাবেন ৭.১০ শতাংশ থেকে শুরু করে ৭.৬০ শতাংশ। 


ডিসিবি ব্যাঙ্ক:  ডিসিবি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ৩ কোটি টাকা পর্যন্ত সুদের হার পাবেন ৩.৭৫ শতাংশ থেকে শুরু করে ৭.৭৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৪.২৫ শতাংশ থেকে শুরু করে ৮.২৫ শতাংশ।  


তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে জেনে নিয়ে তারপর বিনিয়োগ করবেন। যদি বিনিয়োগ করতে গিয়ে আপনি কোনও ক্ষতির সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না। সেখানে নিজের বুদ্ধি প্রয়োগ করেই কাজ করতে হবে।