আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ফের একবার ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল। এটি ৩ কোটি টাকা পর্যন্ত লাগু থাকবে। এর আগে এপ্রিল মাসেও তারা এই পরিবর্তন করেছিল। নতুন সুদের হার ১ মে থেকে শুরু হবে।
পিএনবি এবার থেকে জেনারেল সিটিজেনদের জন্য সুদের হার ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিনিয়োগে ৩.৫০ শতাংশ সুদ থেকে শুরু করে ৭.১০ শতাংশ করেছে। অন্যদিকে ৩৯০ দিনের স্কিমে থাকছে ৭.১০ শতাংশ হারে সুদ।
সিনিয়র সিটিজেন যাদের বয়স ৬০ থেকে ৮০ বছর তারা ৫ বছরের বিনিয়োগে অতিরিক্ত ৫০ পিবিএস পাবেন। ৫ বছরের বেশি বিনিয়োগ করলে সেখানে থাকবে ৮০ বিপিএস। এখানে সুদের হার থাকবে ৪ শতাংশ থেকে শুর করে ৭.৬০ শতাংশ।
সুপার সিনিয়র সিটিজেন যাদের বয়স ৮০ বছরের বেশি তারা পাবেন অতিরিক্ত ৮০ বিপিএস। সেখানে সুদের হার থাকবে ৪.৩০ শতাংশ থেকে শুরু করে ৭.৯০ শতাংশ।
বন্ধন ব্যাঙ্কও ফিক্সড ডিপোজিটে তাদের সুদের হারে পরিবর্তন করেছে। এটি চালু হবে ১ মে থেকে। জেনারেল সিটিজেনরা সেখানে ৩ শতাংশ থেকে শুরু করে ৭.৭৫ শতাংশ করে সুদ পাবেন। সিনিয়র সিটিজেনরা সেখানে ৩.৭৫ শতাংশ থেকে থেকে শুরু করে ৮.২৫ শতাংশ করে সুদ পাবেন।
বিগত মাসেই আরবিআই তাদের নতুন রেপো রেট ঘোষণা করেছে। সেখানে ২৫ বেসিস পয়েন্ট ৬ শতাং হারে কমানো হয়েছে। এরপরই দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলি তাদের সুদের হারে পরিবর্তন করেছে।
তবে একটা বিষয় মাথায় রাখবেন। যেখানেই বিনিয়োগ করুন না কে তার আগে সমস্ত তথ্য ভাল করে যাচাই করে তারপর বিনিয়োগ করবেন। যদি সেখানে আপনার কোনও ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না। সেখানে নিজের বুদ্ধিকেই কাজে লাগাবেন।
