আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার পেটিএম জানিয়েছে, গুগল প্লে থেকে সম্প্রতি দেওয়া এক নোটিফিকেশন ব্যবহারকারীদের মধ্যে যে আতঙ্ক তৈরি করেছিল। এটি অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে ছিল এবং এর ফলে বিভ্রান্তি ছড়ায়। বিজয় শেখর শর্মার নেতৃত্বাধীন এই ফিনটেক কোম্পানি জোর দিয়ে বলেছে, পেটিএম-এ ইউপিআই পেমেন্ট করার সময় ব্যবহারকারীদের কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না। ভোক্তা ও ব্যবসায়ী উভয়ের জন্যই লেনদেন স্বাভাবিক থাকবে।


পেটিএম পরিষ্কার করে জানিয়েছে, এই আপডেট কেবলমাত্র পুনরাবৃত্ত (Recurring) পেমেন্ট যেমন সাবস্ক্রিপশন বিলিং-এর ক্ষেত্রে প্রযোজ্য।পেটিএম জানিয়ে দিয়েছে, যদি কোনও ব্যবহারকারী ইউটিউব প্রিমিয়াম, গুগল ওয়ান স্টোরেজ বা অন্য কোনও রিকারিং প্ল্যাটফর্মের জন্য পেটিএম ইউপিআই-এর মাধ্যমে অর্থ প্রদান করে থাকেন, তবে তাঁকে কেবল পুরনো @paytm হ্যান্ডেলটি পরিবর্তন করে ব্যাঙ্কের সঙ্গে যুক্ত নতুন হ্যান্ডেল ব্যবহার করতে হবে। যেমন @pthdfc, @ptaxis, @ptyes অথবা @ptsbi।”

আরও পড়ুন: কীভাবে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় বৃদ্ধি করবেন, রইল টিপস


উদাহরণস্বরূপ, যদি কারও ইউপিআই আইডি হয় rajesh@paytm, তবে এখন সেটি হবে rajesh@pthdfc বা rajesh@ptsbi (অথবা সংশ্লিষ্ট ব্যাঙ্ক অনুযায়ী)। তবে এককালীন (one-time) ইউপিআই পেমেন্টে কোনও প্রভাব পড়বে না। এগুলি আগের মতোই চলতে থাকবে।


পেটিএম জানিয়েছে, এই পরিবর্তন নতুন ইউপিআই হ্যান্ডেলে স্থানান্তরের অংশ, যা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) থেকে তৃতীয় পক্ষ অ্যাপ্লিকেশন প্রোভাইডার হিসেবে অনুমোদন পাওয়ার পর করা হচ্ছে। গ্রাহকদের আশ্বস্ত করে পেটিএম জানিয়েছে, এটি কেবলমাত্র পুনরাবৃত্ত পেমেন্ট নির্বিঘ্ন রাখতে একটি সাধারণ আপডেট। অন্য সব ইউপিআই লেনদেন অ্যাপে অপরিবর্তিত থাকবে।


সম্প্রতি গুগল প্লে-র একটি নোটিফিকেশন ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, যেখানে বলা হয়েছিল পেটিএম ইউপিআই আর ব্যবহার করা যাবে না। গুগল প্লে এই সতর্কতা জারি করে কারণ পুনরাবৃত্ত পেমেন্টের ম্যান্ডেট আপডেট করার শেষ সময়সীমা ৩১ আগস্ট, ২০২৫।


গুগল পে-র অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: “৩১ আগস্টের পর থেকে @paytm ইউপিআই হ্যান্ডেল বন্ধ হয়ে যাবে এবং গুগল প্লে-তে আর পেমেন্টের মাধ্যম হিসেবে গ্রহণযোগ্য হবে না। এটি NPCI-র নির্দেশ অনুযায়ী।” নতুন নিয়ম কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে।


এখন পেটিএম ইউপিআই ব্যবহারকারীদের কী করা উচিত?
যারা @paytm ইউপিআই হ্যান্ডেল দিয়ে রিকারিং পেমেন্ট করে থাকেন, তারা নিম্নলিখিত যে কোনো একটি পদক্ষেপ নিতে পারেন:
তাঁদের রিকারিং পেমেন্ট নতুন ব্যাঙ্ক-সংযুক্ত পেটিএম ইউপিআই আইডিতে আপডেট করা।
গুগল পে বা ফোনপে’র মতো অন্যান্য ইউপিআই প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ প্রদান করা।
রিকারিং পেমেন্টের জন্য ডেবিট/ক্রেডিট কার্ডে পরিবর্তন করা।


যদি এই নিয়মগুলি মেনে চলতে পারেন তাহলেই দেখবেন আর বেশি সমস্যা হচ্ছে না। সেখানে অতি সহজেই নিজের কাজ করতে পারবেন। তবে সমস্ত নিয়মগুলি ভাল করে জেনে নিয়েও তারপর সেইমতো কাজ করবেন। নাহলে আপনার আর্থিক ক্ষতির আশঙ্কা থেকে যেতে পারে।