আজকাল ওয়েবডেস্ক: আপনি যদি বিদেশে থাকেন এবং ভারতে বসবাসকারী আপনার পরিবার বা বন্ধুদের কাছে টাকা পাঠাতে চান, তাহলে এখন আপনার আর ভারতীয় মোবাইল নম্বরের প্রয়োজন হবে না। IDFC ফার্স্ট ব্যাঙ্ক একটি নতুন পরিষেবা চালু করেছে, যার মাধ্যমে অনাবাসী ভারতীয় গ্রাহকরা এখন তাঁদের আন্তর্জাতিক মোবাইল নম্বর থেকেও UPI পেমেন্ট করতে পারবেন। এই সুবিধাটি ব্যাঙ্কটি ২৫ জুন থেকে চালু করেছে। এটি বিশেষ করে সেইসব ভারতীয়দের জন্য যাঁরা বিদেশে থাকেন কিন্তু ভারতে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করেন।
কোন কোন দেশের গ্রাহকরা সুবিধা নিতে পারেন?
IDFC ফার্স্ট ব্যাঙ্কের এই উদ্যোগ লক্ষ লক্ষ অনাবাসী ভারতীয়দের জন্য একটি বড় সুবিধা এনে দিল। এখন ভারতীয় মোবাইল নম্বর ছাড়াই UPI-এর মাধ্যমে অনাবাসী ভারতীয়রা অর্থ লেনদেন করতে পারবেন। IDFC ফার্স্ট ব্যাঙ্কের এই পরিষেবা ১২টি দেশের গ্রাহকদের জন্য শুরু করা হয়েছে। এই পরিষেবা অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, হংকং, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিদের জন্য উপলব্ধ। অর্থাৎ, এখন এই দেশগুলিতে বসবাসকারী IDFC ফার্স্ট ব্যাঙ্ক NRE বা NRO অ্যাকাউন্টধারীরা তাঁদের বিদেশি নম্বর থেকে Google Pay, PhonePe, Paytm-এর মতো UPI অ্যাপ ব্যবহার করতে পারবেন।
এই সুবিধার বিশেষ বৈশিষ্ট্যগুলি কী কী?
- ভারতীয় সিমের প্রয়োজন নেই - এখন UPI অ্যাকাউন্ট ভারতীয় নম্বরের পরিবর্তে আন্তর্জাতিক নম্বরের সঙ্গে লিঙ্ক করা যাবে।
- তাৎক্ষণিকভাবে অর্থপ্রদান করা হবে - টাকা পাঠানো, বিল পরিশোধ করা, QR কোড বা UPI আইডি ব্যবহার করে লেনদেন করা এখন সহজ।
- কোনও অতিরিক্ত চার্জ নেই - কোনও লেনদেনের জন্য কোনও লেনদেন ফি থাকবে না।
- সুরক্ষার নিশ্চয়তা - UPI পেমেন্টগুলিতে ভারতে যে সুরক্ষা রয়েছে তার মতোই নিরাপত্তা নিশ্চয়তা থাকবে।
- শুধুমাত্র রুপিতে লেনদেন - এই সুবিধাটি শুধুমাত্র INR অর্থাৎ ভারতীয় রুপিতে লেনদেনের জন্য। কোনও বৈদেশিক মুদ্রার চার্জ থাকবে না।
কীভাবে সেটআপ করবেন?
IDFC ফার্স্ট ব্যাঙ্ক মোবাইল অ্যাপ খুলুন এবং Pay-তে ট্যাপ করুন।
আপনার NRE/NRO অ্যাকাউন্ট লিঙ্ক করুন।
একটি নতুন UPI আইডি তৈরি করুন এবং তাৎক্ষণিকভাবে অর্থপ্রদান শুরু করুন।
আইডিএফসি ফার্স্ট ব্য়াঙ্কের (রিটেল) প্রধান আশিস সিং জানিয়েছেন, ব্যাঙ্কের লক্ষ্য হল যেকোনও জায়গার থেকে থেকে ব্যাঙ্কিং সহজ এবং সহজলভ্য করা। আন্তর্জাতিক নম্বর-সহ ইউপিআই সুবিধা এই চিন্তাভাবনার একটি অংশ। এটি বিদেশে বসবাসকারী ভারতীয় গ্রাহকদের জন্য বিরাট স্বস্তি বয়ে আনবে।
