আজকাল ওয়েবডেস্ক: ২২ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হয়ে যাবে জিএসটি ২.০। সেখানে জিএসটি-র ক্ষেত্রে বেশ কয়েকটি বড় ধরণের পরিবর্তন সকলেই লক্ষ্য করবেন। এরফলে উপকৃত হবেন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই। তবে বিষয়টি এখানেই শেষ হবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্পষ্টভাবে জানিয়ে দিলেন ২০১৭ সালে প্রথম জিএসটি শুরু হয়েছিল। সেই সময় থেকেই এক দেশ এক কর চালু হয়েছে। এরপর এসেছে জিএসটি ২.০। আর এরপর আসবে জিএসটি ৩.০।
ভারতে যেদিন থেকে জিএসটি শুরু হয়েছে সেদিন থেকেই দেশের অর্থনীতির হাল বদলাতে শুরু করেছে। এটি একটি গেম চেঞ্জার হিসেবে রয়েছে। গোটা দেশে একই পদ্ধতিতে কাজ চলছে। জিএসটি ২.০ দুটি স্ল্যাবকে জোর দিয়েছে। সেখানে বাজার অনেক বেশি সহজ হবে। প্রধানত সাধারণ মানুষ এবং মধ্যবিত্তের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে জিএসটি ২.০। যতটা সম্ভব করছাড়ের দিকটি নজরে রাখা হয়েছে। অন্যদিকে দামী জিনিসে করের হার বাড়ানো হয়েছে। যেভাবে জিএসটি ২.০ দেশকে এগিয়ে নিয়ে যাবে তার হার ধরেই এরপর নিয়ে আসা হবে জিএসটি ৩.০-কে।
আরও পড়ুন: পুকুর, নদীতে নেমে স্নান আর নয়! মগজখেকো লুকিয়ে রয়েছে গুপ্ত ঘাতক হিসেবে
জিএসটি ৩.০ এমনভাবে করা হবে যেখান থেকে দেশের অর্থনীতি ফের নতুন করে স্থিরতা পাবে। সঠিকভাবে দেশের সর্বত্র যাতে কাজ করা যেতে পারে সেজন্যে জিএসটি ৩.০ করা হবে। এরফলে ছোটো ব্যবসায়ীরা অনেক বেশি লাভবান হবেন বলেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
সীতারমন জানিয়ে দেন দেশকে উন্নতির পথে নিয়ে যেতে হলে থেমে গেলে হবে না। তাই জিএসটি ৩.০ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। সঠিক সময় হলেই তাকে সকলের সামনে নিয়ে আসা হবে। যেসময় জিএসটি ২.০ তার সফলতা দেখাতে শুরু করবে। তখন থেকেই বাজার নিয়ে নতুন ভাবনা দেখাতে শুরু করবে জিএসটি ৩.০।
যারা একসময় জিএসটিকে গব্বর সিং ট্যাক্স বলত, তারাই এখন এর কৃতিত্ব চাইছে। নয়া জিএসটি কাঠামো ঘোষণার পরই কংগ্রেসকে নিশানা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। অর্থমন্ত্রীর প্রশ্ন, কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন জিএসটি কার্যকর করেনি কেন?

আসলে প্রাথমিকভাবে জিএসটি চালু হওয়ার পর ওই করকাঠামোর প্রবল বিরোধিতা করে কংগ্রেস। হাত শিবিরের দাবি ছিল, কংগ্রেস জিএসটির পক্ষে কিন্তু সেই জিএসটি অনেক সরল। বিজেপি যে জিএসটি চালু করেছে সেটা জটিল। এক দেশ-এক কর ধারণার পরিপন্থী। রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলা শুরু করেন, মোদির জিএসটি আসলে ‘গব্বর সিং ট্যাক্স’। তিনি দাবি করেন, গোটা দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছেন প্রধানমন্ত্রী। ব্যঙ্গ করে বলেন, ‘কংগ্রেস জিএসটি মানে ছিল জেনুইন সিম্পল ট্যাক্স, আর মোদিজির জিএসটি মানে গব্বর সিং ট্যাক্স।’
তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রথম সেই করকাঠামো চালুর ৮ বছর পর সেটার সরলীকরণ করে বুধবার নেক্সট জেনারেশন জিএসটি চালু করেছে মোদি সরকার। এবারে যে জিএসটি কাঠামো ঘোষণা করা হয়েছে, তাতে অবশ্য বিরোধী শিবির সন্তুষ্ট। কংগ্রেসের দাবি, রাহুল গান্ধী লাগাতার আক্রমণ শানিয়ে আসছেন বলেই বাধ্য হয়ে ৮ বছর পর জিএসটি প্রক্রিয়ার সরলীকরণ করেছে সরকার। পি চিদম্বরমের মতো কংগ্রেস নেতারা বলছেন, "৮ বছর বাদে সরকারের ঘুম ভেঙেছে। আমরা এতদিন এই দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু সরকার কর্ণপাত করেনি।"
