আজকাল ওয়েবডেস্ক: ফিক্সড ডিপোজিট মানেই হল এমন একটি জায়গা যেখানে বিনিয়োগ করলেই সেখান থেকে নিশ্চিত লাভের আশা থাকে। তাই সকলে ফিক্সড ডিপোজিটে ভরসা করে থাকেন।
বিভিন্ন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল করে থাকে। সেগুলি জানা থাকলে সেখান থেকে নিজের মনের মতো জায়গায় বিনিয়োগ করতে পারবেন।
এসবিআই: এখানে ৩ বছরের ফিক্সড ডিপোজিটে জেনারেল সিটিজেনরা সুদ পাবেন ৬.৭৫ শতাংশ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২৫ শতাংশ। যদি এখানে ৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ৬ লাখ ১১ হাজার ১৯৬ টাকা। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬ লাখ ২০ হাজার ২৭৩ টাকা।
পিএনবি: এখানে জেনারেল সিটিজেনরা ৩ বছরে সুদ পাবেন ৭ শতাংশ করে। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫০ শতাংশ। যদি ৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ৩ বছরে জেনারেল সিটিজেনরা পাবেন ৬ লাখ ১৫ হাজার ৭১৯ টাকা। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬ লাখ ২৪ হাজার ৮৫৮ টাকা।
এইচডিএফসি ব্যাঙ্ক: এখানে ৩ বছরের জন্য জেনারেল সিটিজেনরা সুদ পাবেন ৭ শতাংশ করে। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫০ শতাংশ করে। যদি ৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ৬ লাখ ১৫ হাজার ৭১৯ টাকা। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬ লাখ ২৪ হাজার ৮৫৮ টাকা।
আইসিআইসিআই ব্যাঙ্ক: এখানে ৩ বছরের জন্য জেনারেল সিটিজেনরা পাবেন ৭ শতাংশ করে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৫০ শতাংশ হারে সুদ। যদি এখানে ৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ৬ লাখ ১৫ হাজার ৭১৯ টাকা। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬ লাখ ২৪ হাজার ৮৫৮ টাকা।
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে সেই ব্যাঙ্ক গিয়ে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনি কোনও প্রতারণার শিকার হন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না। সেখানে নিজের সিদ্ধান্তের ওপর ভরসা করবেন।
