আজকাল ওয়েবডেস্ক: ঋণের উপর সুদ কমাতে চলেছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। আরবিআই সম্প্রতি রেপো রেট ৫.৫০ শতাংশ থেকে কমিয়ে ৫.২৫ শতাংশ করেছে। ফলে, ইন্ডিয়ান ব্যাঙ্কও তার রেপো-লিঙ্কড বেঞ্চমার্ক লেন্ডিং রেট (RBLR) ৮.২০ শতাংশ থেকে কমিয়ে ৭.৯৫ শতাংশ করেছে। নয়া সুদের হার ৬ ডিসেম্বর থেকে হয়েছে।

এবার আপনার ঋণের পরিমাণের উপর ভিত্তি করে ইএমআই কমবে বা ঋণের মেয়াদ কমতে পারে।

এছাড়া ইন্ডিয়ান ব্যাঙ্ক তার এক বছরের MCLR ০.০৫ শতাংশ বা ৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। ৩ ডিসেম্বর, ২০২৫ থেকে যা কার্যকর হয়েছে। এই হার ৮.৮৫ শতাংশ থেকে কমে ৮.৮০ শতাংশ হয়েছে।

এমসিএলআর-এর সঙ্গে যুক্ত ঋণের গ্রাহকরাও এর সুবিধা পাবেন।

নতুন হার
রেপো রেট: ৫.৫০% → ৫.২৫%
আরবিএলআর: ৮.২০% → ৭.৯৫%

ইন্ডিয়ান ব্যাঙ্ক সকল গ্রাহকদের তাদের নিকটতম শাখায় যোগাযোগ করতে অথবা আরও বিস্তারিত জানার জন্য ব্যাঙ্কের ওয়েবসাইট দেখতে উৎসাহিত করছে। এই হ্রাস লক্ষ লক্ষ গ্রাহকদের, বিশেষ করে যারা ক্রমবর্ধমান ইএমআই-এর সঙ্গে মোকাবিলা করছেন তাদের জন্য স্বস্তি প্রদান করবে।

আর কোন ব্যাঙ্ক সুদের হার কমিয়েছে?
রেপো রেট কমানোর পর, প্রায় সব ব্যাঙ্কই তাদের ঋণের সুদের হার কমিয়েছে। আরবিআই-য়ের ঘোষণার পর, চারটি ব্যাঙ্ক সুদের হার কমিয়েছে। যেসব ব্যাঙ্ক সুদের হার কমিয়েছে তাদের মধ্যে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং করুর বৈশ্য ব্যাঙ্ক।