আজকাল ওয়েবডেস্ক: খুব দ্রুত টাকা পেতে হলে পার্সোনাল লোনের বিকল্প নেই। জরুরি সময়ে এই লোন আপনাকে করে তুলতে পারে নিশ্চিন্ত। তবে অনেক সময় দেখা যায় বহু মানুষ নিজের পার্সোনাল লোন পেতে গিয়ে আটকে যান। বেসরকারি ব্যাঙ্ক থেকে শুরু করে সরকারি ব্যাঙ্ক বা বিভিন্ন ঋণদানকারী সংস্থা সকলেই নানা ধরণের নিয়ম সামনে নিয়ে আসেন এবং লোন পাওয়ার রাস্তায় বাধা তৈরি করে দেন। মনে প্রশ্ন উঠতে পারে তাহলে কী যারা কম টাকা মাইনে পান তারা কী পার্সোনাল লোন পেতে পারেন না। একটি সহজ হিসাব তুলে ধরা হল।

 


ধরে নিন মাসে আপনি ১৫ হাজার টাকা মাইনে পেয়ে থাকেন। তাহলে কী আপনি পার্সোনাল লোন পেতে পারেন। সেখানে ব্যাঙ্কগুলি আপনার স্থিতিশীল মাইনের দিকে নজর দিয়ে থাকেন। আপনার ক্রেডিট স্কোর সেখানে বড় ভূমিকা নিতে পারে। তবে সেখানে আপনাকে মনে রাখতে হবে পার্সোনাল লোন সর্বদাই বড় সুদের বার্তা নিয়ে আসে। দেখা যায় যে টাকা আপনি চাইছেন তার থেকে অনেক কম টাকা আপনাকে লোন হিসাবে তারা ধার্য করে থাকে। তবে আপনার ক্রেডিট স্কোর এবং স্থিতিশীল মাইনে আপনাকে অনেকটা ভরসা দিতে পারে। 

 


যদি ভাল ক্রেডিট স্কোর থাকে তাহলে আপনি সহজে পার্সোনাল লোন পেতে পারেন। সেখানে সুদের হারও কিছুটা কম হতে পারে। অনেক সময় দেখা যায় যদি কেউ আপনার হয়ে দায়িত্ব নিতে পারে সেখানেও দ্রুত পার্সোনাল লোন পেতে পারেন। দীর্ঘ সময় ধরে যদি লোন শোধ করতে পারেন তাহলে সেটা আপনার মাসিক কিস্তির উপর বোঝা কমাতে পারে। তবে পুরোটাই নির্ভর করে ব্যাঙ্ক বা ঋণদানকারী সংস্থার সিদ্ধান্তের উপর।