আজকাল ওয়েবডেস্ক: প্রায় সকলেরই অন্তত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। আজকের যুগে, লোকেরা বাড়িতে কম নগদ টাকা রাখে। বেশিরভাগ মানুষ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রাখে। ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার পর, ব্যাঙ্ক আপনাকে একটি পাসবুক দেয়। এই পাসবুকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য থাকে। 

পাসবই-তে কেবল আপনার নাম, ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্টের য়াবতীয় তথ্য লিপিবদ্ধ থাকে। এছাড়াও, আপনার পাসবুকে কত টাকা আছে তাও লেখা থাকে। আপনি কখন এবং কোথায় কোন লেনদেন করেছেন, সেই সম্পর্কেও সম্পূর্ণ তথ্যও লেখা থাকে। এজন্যই পাসবুক খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু, অনেক সময় মানুষ তাদের পাসবুক হারিয়ে ফেলেন বা চুরি হয়ে যায়। যদি আপনার পাসবুক চুরি হয়ে যায় তবে আপনি একটি ডুপ্লিকেট পাসবুকের জন্য আবেদন করতে পারেন। কীভাবে সেই আবেদন করবেন তা এই প্রতিবেদনে জানানো হচ্ছে...

প্রথমে এই কাজটি করুন-
যদি আপনার ব্যাঙ্কের পাসবুক কোথাও হারিয়ে যায়, তাহলে প্রথমে আপনাকে আপনার নিকটস্থ থানায় যেতে হবে। সেখানে আপনাকে আপনার পাসবুক হারিয়ে যাওয়ার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করতে হবে। অভিযোগ দায়ের করার পর, আপনাকে থানা থেকে থানায় দায়ের করা অভিযোগের রসিদের কপিও নিতে হবে।

কারণ আপনি যখন ডুপ্লিকেট পাসবুকের জন্য আবেদন করতে ব্যাঙ্কে যাবেন, তখন সেখানে আপনার এই কপিটির প্রয়োজন হবে। সেইজন্যই এফআইআর নথিভুক্ত করা প্রয়োজন। এই এফআইআর-এর কপির সঙ্গে আপনাকে অন্যান্য নথির কপি-ও জমা করতে হবে।

এইভাবে ডুপ্লিকেট ব্যাঙ্ক পাসবুকের জন্য আবেদন করুন-
পাসবুক হারানোর জন্য এফআইআর দায়ের করার পর, ব্যাঙ্ককেও তা জানাতে হবে। যখন আপনি ব্যাঙ্ককে এই সম্পর্কে অবহিত করবেন, তখন আপনি ব্যাঙ্কে গিয়ে ডুপ্লিকেট পাসবুকের জন্য আবেদন করতে পারবেন। আপনি কেবল আপনার নিজস্ব শাখা থেকে আপনার ব্যাঙ্কের ডুপ্লিকেট পাসবুক পেতে পারেন।

এর পরে আপনাকে ব্যাঙ্কের সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে। ডুপ্লিকেট পাসবুকের জন্য ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এছাড়াও, আপনাকে কিছু গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। তারপর ব্যাঙ্কের শাখা ব্যবস্থাপকরা ডুপ্লিকেট পাসবুক জারি করবে।