আজকাল ওয়েবডেস্ক: গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডস (Gold ETFs) সংক্ষেপে গোল্ড ETF নামে পরিচিত। এটি হল বাজারভিত্তিক বিনিয়োগ যন্ত্র, যা দেশীয় সোনার দামের সঙ্গে যুক্ত। প্রতিটি ইউনিট ৯৯.৫% খাঁটি সোনার এক গ্রামের সমান মূল্যের প্রতিনিধিত্ব করে। দেশীয় বাজারে সোনা আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছানোয়, দুটি মূল্যবান ধাতুর ETF গত এক বছরে ৪০% এর বেশি রিটার্ন দিয়েছে। একইসঙ্গে একটি সিলভার ETF-ও খুব কাছাকাছি অবস্থানে আছে, যার বার্ষিক রিটার্ন প্রায় ৩৬%। — AMFI (Association of Mutual Funds in India)-এর তথ্য অনুযায়ী।
সেরা পারফর্ম করা ফান্ডগুলো
SBI Gold Fund → এক বছরে ৪০.৪৭% রিটার্ন
Axis Gold Fund → এক বছরে ৪০.১৯% রিটার্ন
SBI Silver ETF → এক বছরে ৩৫.৯৪% রিটার্ন
উদাহরণস্বরূপ, যদি কেউ এক বছর আগে এই ফান্ডে ৫ লাখ বিনিয়োগ করতেন:
SBI Gold Fund-এ তার বিনিয়োগ এখন প্রায় ৭.০২ লাখ হয়েছে।
Axis Gold Fund-এ বিনিয়োগ এখন প্রায় ৭.০১ লাখ।
SBI Silver ETF-এ বিনিয়োগ এখন প্রায় ৬.৮ লাখ।
আরও পড়ুন: ITR ফাইলিং ২০২৫: পুরনো ও নতুন ট্যাক্স রেজিম বদলানো যাবে কি?
কেন আকর্ষণীয় Gold ও Silver ETF?
এগুলোতে বিনিয়োগ করা সহজ ও সুবিধাজনক, কারণ শারীরিকভাবে সোনা বা রূপা সংরক্ষণের ঝামেলা নেই।
নিরাপত্তা, বিশুদ্ধতা বা সংরক্ষণের চিন্তা করতে হয় না।
খরচও তুলনামূলকভাবে কম, কারণ মেকিং চার্জ বা অন্যান্য বাড়তি খরচ নেই।
অর্থাৎ, সাম্প্রতিক সময়ে সোনা ও রূপার ETF বিনিয়োগকারীদের জন্য লাভজনক প্রমাণিত হচ্ছে, বিশেষ করে যারা সরাসরি ধাতু কিনতে চান না কিন্তু তাতে বিনিয়োগের সুযোগ খুঁজছেন। আসলে সোনা হল এমন একটি জায়গা যেখানে সকলেই বিনিয়োগ করতে চান। সেখানে বাজার থেকে সোনা কেনা থেকে শুরু করে যদি কেউ এখানে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকেও আপনারা ভাল লাভ পেতে পারেন। তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।

মঙ্গলবার সোনার দাম চার মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এপ্রিলের পর সর্বকালের উচ্চতায় পৌঁছেছে ধাতুটির দর। দুর্বল ডলার এবং এই মাসে মার্কিন সুদের হার হ্রাসের জেরে হলুদ ধাতুর দর ফের বৃদ্ধি পেয়েছে। আজ আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম 0.5 শতাংশ বেড়ে হয়েছে 3492.50 মার্কিন ডলার প্রতি আউন্স। এদিকে হলুদ ধাতুর মূল্য সর্বোচ্চ স্তর 3500.05 ডলারে স্পর্শ করেছিল। ডিসেম্বরের ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারের মূল্য 1.4 শতাংশ বেড়ে হয়েছে 3563.40 ডলার প্রতি আউন্স।
উল্লেখ্য, বাজারে অনিশ্চয়তা বাড়লে হলুদ ধাতুর দাম বৃদ্ধি পায়। মার্কিন ডলারের সূচক বৃদ্ধি পেলে হলুদ ধাতুতে পতন লক্ষ্য করা যায়।
আজ আন্তর্জাতিক বাজারে স্পট সিলভারের দাম 1.1 শতাংশ কমে হয়েছে 40.77 মার্কিন ডলার প্রতি আউন্স। এদিকে গত সেশনে 2011 সালের সেপ্টেম্বরের পর ধাতুটির মূল্য সর্বোচ্চ স্তরে পৌঁছয়। স্পট প্ল্যাটিনামের দাম 1.1 শতাংশ বেড়ে হয়েছে 1414.45 মার্কিন ডলার প্রতি আউন্স। স্পট প্যালাডিয়ামের দাম 0.8 শতাংশ বেড়ে হয়েছে 1128 মার্কিন ডলার প্রতি আউন্স।

এদিন খুচরা বাজারে সোনার দাম বেড়েছে। আজ 24 ক্যারেটের দশ গ্রাম সোনার দাম 210 টাকা বেড়ে হয়েছে 106090 টাকা। এদিকে 22 ক্যারেটের হলুদ ধাতুর দাম 200 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে 97250 টাকা। 18 ক্যারেটের সোনার দাম 160 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে 79570 টাকা। রুপোর দাম প্রতি কিলোগ্রামের দাম 100 টাকা বেড়ে হয়েছে 126100 টাকা।
