আজকাল ওয়েবডেস্ক : বিনিয়োগের সেরা ভরসা হল ফিক্সড ডিপোজিট। বিভিন্ন ব্যাঙ্ক বর্তমানে বিভিন্ন হারে সুদ দেয় এই ফিক্সড ডিপোজিটে। গ্রাহকরা প্রতিটি ব্যাঙ্ক ঘুরে সমস্ত রেট দেখে তবে সিদ্ধান্ত নেন কোন ব্যাঙ্কে টাকা রাখলে সবথেকে বেশি সুদ মিলবে। এখানে কয়েকটি ব্যাঙ্কের তিন বছরের ফিক্সড ডিপোজিটের সুদের হার দেওয়া হল। দেখে নিয়ে নিজের ইচ্ছামত বিনিয়োগ করতে পারেন।
এইচডিএফসি ব্যাঙ্ক
এখানে তিন বছরের জন্য সাধারণ নাগরিকরা পাবেন ৭ শতাংশ হারে সুদ। প্রবীণ নাগরিকদের বেলায় সুদের হার বেড়ে হবে ৭.৫০ শতাংশ।
আইসিআইসিআই ব্যাঙ্ক
এখানে তিন বছরের জন্য সাধারণ নাগরিকরা পাবেন ৭ শতাংশ হারে সুদ। প্রবীণ নাগরিকদের বেলায় সুদের হার বেড়ে হবে ৭.৫ শতাংশ।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক
এখানে তিন বছরের জন্য সাধারণ নাগরিকরা পাবেন ৭ শতাংশ হারে সুদ। প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৬ শতাংশ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
এখানে তিন বছরের জন্য সাধারণ নাগরিকরা পাবেন ৬.৭৫ শতাংশ হারে সুদ। প্রবীণ নাগরিকদের বেলায় এই হার বেড়ে হবে ৭.২৫ শতাংশ।
ব্যাঙ্ক অফ বারোদা
এখানে তিন বছরের জন্য সাধারণ নাগরিকরা পাবেন ৭.১৫ শতাংশ হারে সুদ। প্রবীণ নাগরিকদের বেলায় তা হবে ৭.৬৫ শতাংশ।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
এখানে তিন বছরের জন্য সাধারণ নাগরিকরা পাবেন ৭ শতাংশ হারে সুদ। প্রবীণ নাগরিকদের বেলায় তা হবে ৭.৫ শতাংশ হারে সুদ।
