আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির উৎসব মানেই আনন্দ, আলো আর কেনাকাটার সিজন। কিন্তু এই উচ্ছ্বাসের মাঝে অনেক সময়ই দেখা যায় পকেট একটু হালকা হয়ে যাচ্ছে। আপনি যদি এই দীপাবলিতে ধুমধাম করে উদযাপন করতে চান কিন্তু অর্থের অভাবে সমস্যায় পড়েন, তাহলে ব্যাংক বা এনবিএফসি থেকে একটি পার্সোনাল লোন নেওয়ার কথা ভাবতে পারেন।


আজকাল স্মার্টফোনের এক ট্যাপে বা ল্যাপটপে কয়েকটি ক্লিকেই পাওয়া যায় ইনস্ট্যান্ট লোন। সেটা হোক ক্লায়েন্টদের জন্য দামি উপহার কেনা, বাড়ির কিছু জরুরি মেরামতি কাজ, কিংবা উৎসবের সাজসজ্জা — দ্রুত অর্থের ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক সহজ। তবে, এই সুবিধা গ্রহণের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভেবে দেখা খুবই জরুরি।


 ১. প্রয়োজন কতটা জরুরি না বিলাসিতা?
সবচেয়ে আগে ভাবতে হবে — আপনার খরচটি জরুরি, না কি ইচ্ছাকৃত বিলাসিতা? যেমন, যদি বাড়ির ছাদ লিক করে, বা ইলেকট্রিক তার নষ্ট হয়ে যায়, তাহলে তা মেরামত করা জরুরি। কিন্তু যদি আপনি শুধু বাড়ি সাজানোর জন্য নতুন আসবাব কিনতে চান, সেটি ডিসক্রেশনারি ব্যয়। যে খরচ পরবর্তীতে করা যায়, তার জন্য ঋণ নেওয়া সঠিক নয়।


২. উচ্চ সুদের হার
পার্সোনাল লোন একটি আনসিকিউরড লোন, অর্থাৎ এর বিপরীতে কোনও জামানত দিতে হয় না। তাই এই ধরনের ঋণের সুদের হার তুলনামূলকভাবে বেশি। ভিন্ন ভিন্ন ব্যাংক বা এনবিএফসির সুদের হার ও প্রসেসিং ফি আলাদা হয়। তাই লোন নেওয়ার আগে অবশ্যই বিভিন্ন প্রতিষ্ঠানের অফার তুলনা করে দেখুন। অনেক সময় একটি ডিজিটাল লোন অ্যাপে দ্রুত অনুমোদন পাওয়া গেলেও সুদের হার অনেক বেশি হতে পারে।


৩. আপনার আর্থিক লক্ষ্য যেন ক্ষতিগ্রস্ত না হয়
এই ঋণ আপনার ভবিষ্যতের ফাইন্যান্সিয়াল গোল-এর পথে বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। উদাহরণস্বরূপ, যদি আপনি দুই মাস পর একটি নতুন গাড়ি কেনার জন্য ঋণ নিতে চান, তাহলে এখন অতিরিক্ত একটি ব্যক্তিগত ঋণ নেওয়া আপনাকে অতিরিক্ত দেনার বোঝায় ফেলতে পারে।
তাই ভাবুন — এই ঋণটি আপনার ভবিষ্যতের বড় পরিকল্পনায় কী প্রভাব ফেলবে।

আরও পড়ুন: ভ্রমণপ্রেমীদের জন্য এই ক্রেডিট কার্ডেই রয়েছে সেরা অপশন, ছাড় পাবেন কত


৪. কিছুটা সময় নিয়ে সঞ্চয় করুন
সব সময়ই ঋণই একমাত্র সমাধান নয়। যদি ব্যয়টি খুবই জরুরি না হয়, তাহলে কয়েক মাস সঞ্চয় করে সেই খরচ মেটানোর চেষ্টা করুন। যেমন, বাড়ি রঙ করা বা নতুন টিভি কেনার মতো ব্যয় কয়েক মাস পরে করলেও চলে। এতে সুদের টাকা বাঁচবে এবং ঋণের চাপও আসবে না।


৫. অল্প পরিমাণ ঋণ নেওয়ার কথা ভাবুন
যদি একেবারেই জরুরি হয়, তাহলে বড় অঙ্কের পরিবর্তে স্বল্প পরিমাণের লোন নেওয়া বুদ্ধিমানের কাজ। এমন একটি পরিমাণ নিন, যা আপনি ৬ মাসের মধ্যে সহজে পরিশোধ করতে পারবেন। অনেক ব্যাংক এখন “ফেস্টিভ লোন অফার” দেয়, যেখানে স্বল্প সুদে ও নমনীয় কিস্তিতে টাকা পাওয়া যায়।


উৎসব মানেই আনন্দ, কিন্তু অর্থনৈতিক দায়িত্ববোধও সমান গুরুত্বপূর্ণ। দীপাবলির উজ্জ্বল আলো যেন ঋণের অন্ধকারে ঢেকে না যায়। তাই ঋণ নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, তুলনা করুন এবং নিশ্চিত হোন যে আপনার এই সিদ্ধান্ত ভবিষ্যতের আর্থিক ভারসাম্য নষ্ট করবে না।