আজকাল ওয়েবডেস্ক: নতুন বছর থেকেই সাবধানে যদি নিজের টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে মিলবে সুফল। নতুন বছর থেকে দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ভাল সুদের হার দেবে। বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তারা যদি সঠিক পরিকল্পনা করে এইসব ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন তাহলে ভাল সুদের হার পাবেন। যদি এইসব সুদের হার জানা থাকে তাহলে সিনিয়র সিটিজেনরা সঠিক বিনিয়োগ করতে পারবেন। তবে এই অফার রয়েছে ১ বছরের সময়ে।

 


ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক দেবে ৭.৬ শতাংশ হারে সুদ। ব্যাঙ্ক অফ বারোদা দেবে ৭.৩৫ শতাংশ হারে সুদ। কানাড়া ব্যাঙ্ক দেবে ৭.৩৫ শতাংশ হারে সুদ। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেবে ৭.৩৫ শতাংশ হারে সুদ। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেবে ৭.৩ শতাংশ হারে সুদ। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেবে ৭.৩ শতাংশ হারে সুদ।


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেবে ৭.৩ শতাংশ হারে সুদ। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেবে ৭.৩ শতাংশ হারে সুদ। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র দেবে ৭.২৫ শতাংশ হারে সুদ। 


পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক দেবে ৬.৮ শতাংশ হারে সুদ। ইন্ডিয়ান ব্যাঙ্ক দেবে ৬.৬ শতাংশ হারে সুদ। 


এবার কয়েকটি বেসরকারি ব্যাঙ্কের খতিয়ান তুলে ধরা হল।

 


বন্ধন ব্যাঙ্ক দেবে ৮.৫৫ শতাংশ হারে সুদ। ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক দেবে ৮.২৫ শতাংশ হারে সুদ। আরবিএল ব্যাঙ্ক দেবে ৮ শতাংশ করে সুদ। কর্নাটক ব্যাঙ্ক দেবে ৭.৭৫ শতাংশ হারে সুদ। ইয়েস ব্যাঙ্ক দেবে ৭.৭৫ শতাংশ হারে সুদ। ডিসিবি ব্যাঙ্ক দেবে ৭.৬ শতাংশ হারে সুদ।