আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের সুখের খবর আসতে চলেছে। চলতি মাস থেকেই তারা পেতে পারেন ৪ শতাংশ হারে বর্ধিত ডিএ। যদি এটি চালু হয়ে যায় তাহলে তাদের ডিএ ৫৫ শতাংশ থেকে বেড়ে হবে ৫৯ শতাংশ। জুলাই মাস থেকেই এটি কার্যকরী হবে। তবে এর আনুষ্ঠানিক ঘোষণা হবে আগস্ট মাসে বা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে।


অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের ওপর ভিত্তি করে ডিএ নির্ধারণ করা হয়ে থাকে। এটি দেখিয়েছে কীভাবে বিগত তিন মাস ধরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। ফলে সেই হিসেব করেই ডিএ বাড়বে বলেই জানা গিয়েছে।


এখনও সপ্তম বেতন কমিশন চলছে। অষ্টম বেতন কমিশন কবে থেকে চালু হবে সেবিষয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি। তবে সপ্তম বেতন কমিশনের অন্তর্গত হয়েই এই ডিও বাড়বে। সেটি বেড়ে হবে ৫৯ শতাংশ। সেখানে বাড়তি সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।


তবে উৎসবের সময়তেই ডিএ বৃদ্ধির বিষয়টি ঘোষণা করা হবে বলেই মনে করা হচ্ছে। এটি হবে সপ্তম বেতন কমিশনের শেষ ডিএ বৃদ্ধি। নতুন পে কমিশন শুরু হতে এখনও প্রায় ১৮ থেকে ২৪ মাস দেরি রয়েছে। তার আগে সপ্তম পে কমিশনের হবে এটি শেষ ডিএ বৃদ্ধি। যদি এটি চালু হয় তাহলে এর সুবিধা পাবেন সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরা সকলেই।


বিশেষজ্ঞরা মনে করছে অষ্টম বেতন কমিশন যদি দেরিতে শুরু হয় তাহলে সেখানে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতন পরিকাঠামো ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। ফলে সেখানে নতুন করে সমস্ত কিছু হিসেব করে দেখা হবে। তবে চলতি মাস থেকে বর্ধিত হারে ডিএ পেলে অনেকটা হাসি ফুটবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মুখে।


যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের দিকে তাকিয়ে রয়েছেন। তারা মনে করছেন যত দ্রুত অষ্টম বেতন কমিশন চালু হবে ততই তাদের সুবিধা হবে। তবে কবে থেকে অষ্টম বেতন কমিশন চালু হবে সেটি এখনও স্পষ্টভাবে জানা যায়নি।