আজকাল ওয়েবডেস্ক:  বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছল। সাম্প্রতিক ট্রেডিং সেশনে এটি ৯৪,০০০ মার্কিন ডলার ছুঁয়েছে, তবে ফের কিছুটা কমে ৯২,০০০ ডলারে স্থিতিশীল হয়েছে। ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে বিটকয়েনের এই ধারা শুরু হয়।

 


ট্রাম্পের জয় স্পষ্ট হওয়ার পরই বিটকয়েন আগের সর্বোচ্চ মূল্য ৭৩,৭৩৭ ডলার অতিক্রম করে ৭৪,৫০৪ ডলারে পৌঁছে যায়। এরপর এটি আরও বাড়তে থাকে। বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের অধীনে ক্রিপ্টো-বান্ধব নীতির প্রত্যাশাই এই বৃদ্ধি নিয়ে এসেছে। 

 


মাইক্রোস্ট্র্যাটেজির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মাইকেল সেলর, যাঁর প্রতিষ্ঠান ৩০ ডলার বিলিয়ন বিটকয়েনের মালিক, তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে ২০২৪ সালের শেষে বিটকয়েন ১,০০,০০০ ডলার ছুঁতে পারে। ট্রাম্পের পুনর্নির্বাচন ও অর্থনৈতিক পরিবর্তনের মাঝে ক্রিপ্টোকারেন্সির এই ঊর্ধ্বগতি বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে।

 


বিটকয়েনের সঙ্গে বিনিয়োগকারীরা তাদের নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় আসার পর থেকেই বিটকয়েন নতুন উচ্চতায় চলে যায়। সেদিক থেকে বাজারে বিনিয়োগকারীরা যথেষ্ট আশাপ্রকাশ করেন। চলতি সময়ে বাজারের হিসাব দেখলে বিটকয়েন নতুন দিক দেখতে চলেছে। ফলে আগামীদিনে নতুন উচ্চতায় দেখা যাবে বিটকয়েনকে।