আজকাল ওয়েবডেস্ক: সোনার দামে রেকর্ড বৃদ্ধির পর সরকার ইতিমধ্যে অনুমোদন দিয়েছে ৯ ক্যারেট সোনার হলমার্কিংকে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। মূলত যুক্তরাষ্ট্রের সোনার বার আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্তের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে গ্রাহকদের এই মূল্যবান ধাতু কিনতে গিয়ে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।
জুন মাসে ভারতে সোনার বিক্রি ৬০ শতাংশ হ্রাস পেয়েছিল। এটি বিশ্বের সবচেয়ে বড় সোনা ব্যবহারকারী দেশ হিসেবে পরিস্থিতির গুরুত্বকে স্পষ্ট করে।
আরও পড়ুন: পুনরায় ভোটার তালিকায় নাম তোলা যাবে আধার কার্ড দিয়েই, নির্বাচন কমিশনকে নির্দেশ দিল
গ্রাহকদের সোনার প্রতি আগ্রহ অটুট রাখতে গত মাসে ভারত সরকার ৯ ক্যারেট সোনার হলমার্কিং মানদণ্ড অনুমোদন করেছে। এটি আনুষ্ঠানিকভাবে ভারতীয় মান সংস্থা বিআইএস-এর হলমার্কিং ব্যবস্থার অংশ। নাইন ক্যারেট গোল্ড এখন আনুষ্ঠানিকভাবে বাধ্যতামূলক হলমার্কিংয়ের আওতায় এসেছে। বিআইএস সংশোধনী নং ২ অনুযায়ী এটি করা হয়েছে। সব জুয়েলার্স ও হলমার্কিং সেন্টারকে তা মানতে হবে।
আগস্ট ২০২৫ পর্যন্ত BIS-এর আনুষ্ঠানিক তালিকায় যে সোনার বিশুদ্ধতা অন্তর্ভুক্ত রয়েছে তা হল— ১৪ ক্যারাট, ১৮ ক্যারাট, ২০ ক্যারাট, ২২ ক্যারাট, ২৩ ক্যারাট ও ২৪ ক্যারাট, এর সঙ্গে নতুন সংযোজন হলো ৯ ক্যারাটের এই সোনা।

২৪ ক্যারেট সোনা হলো ৯৯.৯% খাঁটি সোনা, যেখানে কার্যত কোনও ধাতুর মিশ্রণ থাকে না। অন্যদিকে ৯ ক্যারেট সোনায় থাকে ৩৭.৫% খাঁটি সোনা এবং বাকি ৬২.৫% তামা, রূপো বা দস্তার মতো অন্যান্য ধাতুতে গঠিত।
উচ্চ ক্যারেটের সোনার দাম ক্রমাগত বাড়তে থাকায় অনেক গ্রাহক— বিশেষত তরুণ প্রজন্ম এবং গ্রামীণ ক্রেতারা— তুলনামূলক সস্তা ও সহজলভ্য ৯ ক্যারেট সোনার দিকে ঝুঁকছেন। সীমিত বাজেটে যারা সোনা কিনতে চান, তাদের জন্য এটি একটি কার্যকর বিকল্প।
৯ ক্যারেট সোনা বিআইএস-এর হলমার্কিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত হওয়ায় এটি এখন আরও বৈধতা ও গ্রহণযোগ্যতা পেয়েছে। ফলে জুয়েলারিরাও এটি সহজে অফার করছে। এটি তুলনামূলকভাবে টেকসই হওয়ায় দৈনন্দিন ব্যবহারযোগ্য আংটি বা নিত্য ব্যবহারের অলংকারে আদর্শ।
এছাড়া, ৯ ক্যারেট সোনা দামি না হওয়ায় এটি চোরদের কাছেও কম আকর্ষণীয়, ফলে নিরাপত্তার দিক থেকেও এটি একটি বিচক্ষণ বিনিয়োগ। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ১০ হাজার বা প্রতি ১০ গ্রামে ১ লাখ, আর ৯ ক্যারেট সোনার দাম প্রায় প্রতি গ্রাম ৩৭০০ বা প্রতি ১০ গ্রামে ৩৭ হাজার।

উৎসব ও বিয়ের মরসুম ঘনিয়ে আসায় সোনার চাহিদা তুঙ্গে পৌঁছবে। ৯ ক্যারেট সোনাকে বৈধতা দেওয়ার সরকারের এই সিদ্ধান্তকে ক্রমবর্ধমান চাহিদা পূরণের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
২৪ ক্যারেটের সোনার দাম-
আজ, ২২ অগস্ট ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১০ হাজার ৭৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৭৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম ১০ লক্ষ ৭ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে সোনার।
২২ ক্যারেটের সোনার দাম-
২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৯ হাজার ২৩১ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৯২ হাজার ৩১০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৯ লক্ষ ২৩ হাজার ১০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।
১৮ ক্যারেটের সোনার দাম-
১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৭ হাজার ৫৫৩ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ৭৫ হাজার ৫৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দর রয়েছে ৭ লক্ষ ৫৫ হাজার ৩০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

