আজকাল ওয়েবডেস্ক: যারা চলতি বছরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন বলে মনে করছেন তাদের কাছে সুখবর। চলতি বছরে মিউচুয়াল ফান্ডে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে বিনিয়োগের আগে জেনে নিতে হবে কোথায় আপনি বিনিয়োগ করবেন।


নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড:  এটি একটি ছোটো বিনিয়োগের প্রতিষ্ঠান হলেও এখানে বিনিয়োগ করে ভাল ফল পেতে পারেন। যদি সামান্য ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে চান তাহলে এখান থেকে ভাল লাভ পেতে পারেন। ২০২৫ সালের ২ মে পর্যন্ত এই প্রতিষ্ঠানটি ৩ বছরে ২২.২১ শতাংশ হারে রিটার্ন দিয়েছে। 


এইচডিএফসি মিডক্যাপ অপরচুনিটিস ফান্ড:  এখানে ছোটো বিনিয়োগকারী থেকে শুরু করে সকলেই বিনিয়োগ করতে পারবেন। এখানে ঝুঁকির পরিমান অনেকটা কম। সেখানে খানিকটা নিশ্চিন্ত হয়ে বিনিয়োগ করতে পারবেন। আপনার প্ল্যানকে আরামে তৈরি করতে পারে এই ফান্ড। এখানে ৩ বছরের রিটার্ন ছিল ২৫.২৩ শতাংশ।


নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড:  এখানে বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে সকলেই বিনিয়োগ করতে পারেন। এখানেও ঝুঁকির পরিমান বেশ কম থাকে। এখানে ৩ বছরের রিটার্ন হয়েছে ২৪.৩৮ শতাংশ। 


আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইকুইটি ফান্ড:  এটি একটি হাইব্রিড প্রতিষ্ঠান। এখানে বিনিয়োগ করতে পারেন যে কেউ। এখানে ৩ বছরে বার্ষিক হার ছিল ১৯.৬২ শতাংশ। ফলে এখানে নিশ্চিন্ত মনে বিনিয়োগ করতেই পারেন।


অ্যাক্সিস ব্লুচিপ ফান্ড:  লার্জ ক্যাপ ফান্ডের ক্ষেত্রে এটি একটি বিরাট সুযোগ। এখানে বিনিয়োগ করলে ভাল লাভের আশা থাকে। এখানে ৩ বছরে সুদের হার ছিল ১২.০৫ শতাংশ। যদি এখানে হিসেব করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল লাভের টাকা ঘরে তুলতে পারবেন।


তবে একটা বিষয় মনে রাখবেন যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে সমস্ত তথ্য দেখে নেবেন। ফলে সেখানে নিজের বুদ্ধি প্রয়োগ করবেন। যদি বিনিয়োগ করতে গিয়ে আপনি কোনও ক্ষতির সামনে পড়েন তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না। তাই সেখানে নিজের সিদ্ধান্ত মেনে চলুন।