আজকাল ওয়েবডেস্ক:  দেশজুড়ে সরকারি ও বেসরকারি সব ব্যাঙ্ক আগামী ১৬ নভেম্বর রবিবার বন্ধ থাকবে। এটি নির্ধারিত সাপ্তাহিক ছুটির দিন। এর বাইরে চলতি সপ্তাহে বা নভেম্বরে আর কোনও অতিরিক্ত ব্যাঙ্ক ছুটি নেই বলে জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। অর্থাৎ রবিবার ছাড়া বাকি সব দিন ব্যাংকগুলো স্বাভাবিকভাবেই খোলা থাকবে এবং সাধারণ পরিষেবা পাওয়া যাবে।


আরবিআই–এর সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ নভেম্বর পড়েছে মাসের তৃতীয় শনিবার। তৃতীয় শনিবারে ব্যাঙ্ক খোলা থাকে, তাই এদিনও দেশের সব ব্যাঙ্ক শাখা স্বাভাবিক কার্যক্রম চালাবে।
ভারতে ব্যাঙ্ক ছুটি রাজ্যভেদে পরিবর্তিত হয় এবং জাতীয়, আঞ্চলিক ও ধর্মীয় উৎসব অনুযায়ী নির্ধারিত হয়। এছাড়া প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং প্রতিটি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকে।


নভেম্বর মাসে ইতিমধ্যে বিভিন্ন রাজ্য ও অঞ্চলে মোট পাঁচ দিন ব্যাঙ্ক বন্ধ ছিল স্থানীয় উৎসব ও আঞ্চলিক ছুটির কারণে। প্রতিটি রাজ্যের নিজস্ব তালিকা অনুযায়ী বিভিন্ন তারিখে ব্যাঙ্ক শাখা বন্ধ থাকে। এই তালিকা তৈরি করে সংশ্লিষ্ট রাষ্ট্র সরকারগুলো এবং আরবিআই তা অনুমোদন করে সব ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে নোটিফিকেশন পাঠায়।


সর্বশেষ আরবিআই স্বীকৃত ব্যাঙ্ক ছুটি ছিল ৮ নভেম্বর, যখন কর্ণাটকের বেঙ্গালুরুতে পালিত হয় কানাকাদাস জয়ন্তী—১৬শ শতকের কবি, সুরকার ও ভক্ত কানাকা দাসের জন্মজয়ন্তী উপলক্ষে। ওইদিন কর্ণাটক রাজ্যের বেশ কয়েকটি ব্যাঙ্ক শাখা বন্ধ ছিল।


অনেকের মনে প্রশ্ন ছিল, নভেম্বরে আর কোনও ব্যাংক ছুটি আছে কি না?
আরবিআইয়ের ক্যালেন্ডার অনুযায়ী, নভেম্বর মাসে আর কোনও অতিরিক্ত ছুটি নেই। শুধু চতুর্থ শনিবার (২৩ নভেম্বর) ও বাকি রবিবারগুলোতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।


ব্যাঙ্ক ছুটির দিনে গ্রাহকরা অনলাইন ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা স্বাভাবিকভাবেই ব্যবহার করতে পারবেন। নেটব্যাঙ্কিং, ইউপিআই, মোবাইল অ্যাপ—সব পরিষেবা সাধারণত ছুটির দিনেও চালু থাকে, যদি না প্রযুক্তিগত কারণে সাময়িকভাবে পরিষেবা বন্ধ থাকে বলে ঘোষণা করা হয়। নগদ অর্থের জরুরি প্রয়োজনে দেশের প্রায় সব স্থানে এটিএম পরিষেবা চালু থাকে।


এছাড়া ব্যাঙ্ক ছুটির দিনেও গ্রাহকরা চাইলে বিভিন্ন ধরনের অনুরোধ যেমন—NEFT/RTGS ট্রান্সফার ফর্ম জমা, ডিমান্ড ড্রাফট আবেদন, চেকবুক অনুরোধ, ক্রেডিট বা ডেবিট কার্ড ইস্যু করার জন্য আবেদন ইত্যাদি দিতে পারবেন। অনলাইন মাধ্যমে অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ পরিষেবা, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন সেট করা, বা লকারের জন্য আবেদন করাও সম্ভব।


ব্যাঙ্কের বার্ষিক ছুটির তালিকা আরবিআই প্রকাশ করে Negotiable Instruments Act–এর আওতায়, যা চেক, ড্রাফট ও প্রতিশ্রুতিপত্র সংক্রান্ত সব লেনদেন নিয়ন্ত্রণ করে। ফলে এই তালিকাভুক্ত ছুটির দিনে এই ধরনের লেনদেন বন্ধ থাকে, যদিও ডিজিটাল ব্যাংকিং পরিষেবা সচল থাকে।


সব মিলিয়ে বলা যায়, নভেম্বর মাসে আগামী রবিবার ছাড়া আর কোনো অতিরিক্ত ব্যাঙ্ক ছুটি নেই। গ্রাহকদের তাই নির্ভয়ে কাজ চালাতে পারবেন বলে আশ্বস্ত করেছে আরবিআই।