আজকাল ওয়েবডেস্ক: বিশেষ একটি স্থায়ী আমানতে বিনিয়োগের সময়সীমা বাড়িয়েছে আইডিবিআই ব্যাঙ্ক। "উৎসব এফডি স্কিম" প্রকল্পের শেষ তারিখ বাড়ানো হয়েছে। এখন গ্রাহকরা এই বিশেষ এফডি-র সুবিধা নিতে পারবেন চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগে এই প্রকল্পটি ৩০ জুন পর্যন্ত ছিল। আইডিবিআই ব্যাঙ্ক গত ১২ জুন এফডি-র সুদের হার সংশোধন করেছে। এখন এই ব্যাঙ্ক গ্রাহকদের পূর্ণ সুদ দিচ্ছে।
আইডিবিআই ব্যাঙ্ক এখন নিয়মিত এফডি-তে সর্বনিম্ন ৩ শতাংশ এবং সর্বোচ্চ ৬.৭০ শতাংশ সুদ দেওয়া হবে। প্রবীণ নাগরিকদের এফডি-তে অতিরিক্ত ০.৫০ শতাংশ সুদ দেওয়া হবে। যারা নিরাপদ বিনিয়োগ খুঁজছেন তাদের জন্য এই স্কিমটি একটি দুর্দান্ত বিকল্প হয়ে উঠতে পারে।
এফডি-র তিনটি মেয়াদপূর্তির বিকল্প
আইডিবিআই ব্যাঙ্কের উৎসব এফডি স্কিমে, বিনিয়োগকারীদের তিনটি মেয়াদপূর্তির বিকল্প দেওয়া হয়েছে, ৪৪৪ দিন, ৫৫৫ দিন এবং ৭০০ দিন। এই বিশেষ এফডি-তে তিন কোটি টাকার কম বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমে, ৫৫৫ দিনের এফডি-তে সর্বোচ্চ সুদের হার পাওয়া যাবে, যা এই স্কিমকে আকর্ষণীয় বিকল্প করে তোলে।
এফডিতে কত রিটার্ন পাওয়া যাবে
আইডিবিআই ব্যাঙ্কের ৪৪৪ দিনের উৎসব স্পেশাল এফডি স্কিমে, সাধারণ নাগরিকরা ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৩৫ শতাংশ সুদ পাচ্ছেন। যেখানে ৫৫৫ দিনের এফডিতে, সাধারণ বিনিয়োগকারীরা ৬.৯০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৪০ ন সুদ পাচ্ছেন। এছাড়াও, ৭০০ দিনের এফডি-তে, সাধারণ বিনিয়োগকারীদের ৬.৮৫ শতাংশ এবং ৭.২৫ শতাংশ (প্রবীণ নাগরিক) হারে সুদ দেওয়া হচ্ছে।
এই ফিক্সড ডিপোজিট স্কিমে, বিভিন্ন মেয়াদে বিভিন্ন সুদের হার দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক ৭ থেকে ৩০ দিনের এফডিতে ৩ শতাংশ সুদ দিচ্ছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক মেয়াদ অনুসারে সুদের হার।
মেয়াদ অনুসারে সুদের হার-
৭ থেকে ৩০ দিনের এফডি - প্রায় ৩ শতাংশ
৩১ থেকে ৪৫ দিনের এফডি - প্রায় ৩.২৫ শতাংশ
৪৬ দিন থেকে ৬০ দিনের এফডি - প্রায় ৪.৫০ শতাংশ
৬১ থেকে ৯০ দিনের এফডি - প্রায় ৪.৭৫ শতাংশ
৯১ দিন থেকে ৬ মাস এফডি - প্রায় ৫.৫০ শতাংশ
৬ মাস ১ দিন থেকে ২৭০ দিন - প্রায় ৫.৭৫ শতাংশ
২৭১ দিন থেকে ১ বছরের কম সময়ের এফডি - প্রায় ৬ শতাংশ
১ বছর থেকে ২ বছরের কম সময়ের এফডি - প্রায় ৬.৫৫ শতাংশ
২ বছরের বেশি এবং ৩ বছরের কম সময়ের এফডি - প্রায় ৬.৭০ শতাংশ
৫ বছরের বেশি এবং ১০ বছরের বেশি সময়ের এফডি - প্রায় ৫.৯৫ শতাংশ
১০ থেকে ২০ বছরের এফডি - প্রায় ৪.৮০ শতাংশ
