আজকাল ওয়েবডেস্ক: পার্সোনাল লোন (Instant Personal Loan) হল একধরনের অসুরক্ষিত ঋণপণ্য, যা বিভিন্ন জরুরি আর্থিক প্রয়োজন—যেমন শিক্ষাখরচ, চিকিৎসা, কিংবা ঘর মেরামতের জন্য—তৈরি করা হয়েছে। এই ঋণ সাধারণত ব্যাংক ও এনবিএফসি (NBFC)-এর মাধ্যমে প্রদান করা হয়, যেখানে কাগজপত্রের ঝামেলা খুবই কম এবং অনুমোদন খুব সহজ। সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই এই ঋণ অনুমোদন পেয়ে যায়। তবে, যতই সুবিধাজনক হোক না কেন, পরিকল্পনাহীনভাবে এই ঋণ নেওয়া ভবিষ্যতে বড় আর্থিক বোঝা ও দেনার ফাঁদে ফেলতে পারে।

আরও পড়ুন: দেহে কীভাবে ক্যান্সার তৈরি হয়, কী বলছেন বিশেষজ্ঞরা


পার্সোনাল লোন নেওয়ার সময় এড়িয়ে চলার মতো ৫টি বড় ভুলঃ
১. প্রয়োজনের চেয়ে বেশি ঋণ নেওয়া
অনেক সময় লোন মঞ্জুর হওয়ার সীমা বেশি থাকায়, প্রয়োজনের তুলনায় বেশি অর্থ ধার নিয়ে ফেলেন অনেকেই। এতে EMI (মাসিক কিস্তি) বেড়ে যায়, ফেরতের সময়সীমা দীর্ঘ হয়, আর আর্থিক চাপও বাড়ে। নিজের প্রকৃত প্রয়োজন বুঝে তবেই ঋণ নিন।
২. সুদের হার ও গোপন চার্জ উপেক্ষা করা
অনেকেই শুধু সুদের হার দেখেন, অথচ প্রসেসিং ফি, প্রিপেমেন্ট পেনাল্টি, বিলম্ব ফি ইত্যাদি গোপন খরচগুলোর দিকে নজর দেন না। সাধারণত এই ঋণের উপর বার্ষিক সুদের হার ১০% থেকে ১৮% পর্যন্ত হতে পারে, তবে অতিরিক্ত চার্জে খরচ অনেক বেড়ে যেতে পারে। বিভিন্ন ঋণদাতার অফার ভালোভাবে যাচাই করে নিন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনস ভালোভাবে পড়ে নিন।
৩. ক্রেডিট স্কোর ও যোগ্যতা উপেক্ষা করা
৭৫০-এর বেশি ক্রেডিট স্কোর মানেই সহজে লোন পাওয়ার সম্ভাবনা এবং কম সুদের সুবিধা। খারাপ ক্রেডিট স্কোর থাকলে ঋণ না-ও মঞ্জুর হতে পারে, বা সুদের হার অনেক বেশি হতে পারে। নিজের ক্রেডিট স্কোর বজায় রাখুন, এবং লোন পাওয়ার যোগ্যতা (আয়, চাকরির স্থিতিশীলতা) পূরণ করুন।
৪. একসঙ্গে অনেক ঋণদাতার কাছে আবেদন করা
একই সঙ্গে অনেক ব্যাংকে আবেদন করলে হার্ড ইনকোয়ারি তৈরি হয়, যা ক্রেডিট স্কোর কমিয়ে দিতে পারে এবং আপনাকে ঋণের জন্য ‘হতাশ’ বা ‘লোভী’ বলে ধরে নিতে পারে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো। একাধিক লোন অফার তুলনা করতে অনলাইন অ্যাগ্রিগেটর বা প্রি-অ্যাপ্রুভড অফার ব্যবহার করুন।
৫. ঋণচুক্তির সূক্ষ্ম শর্তাবলি না পড়া
অনেকেই ঋণের ফাইন প্রিন্ট পড়েন না—যেমন রেপেমেন্ট শিডিউল, দণ্ডমূল্য, কিংবা শর্তভঙ্গ করলে কী হবে। এতে ভবিষ্যতে অপ্রত্যাশিত আর্থিক সমস্যায় পড়তে পারেন। চুক্তিপত্রে সব কিছু ভালোভাবে পড়ে, বোঝে তারপরেই সই করুন।


কীভাবে সর্বোচ্চ সুবিধা পাবেন ও টাকা বাঁচাবেন?
নিয়মিত EMI পরিশোধ করুন
ভালো ক্রেডিট প্রোফাইল তৈরি করুন
অনলাইনে অফার তুলনা করুন
ডিজিটাল প্রি-অ্যাপ্রুভাল ব্যবহার করুন দ্রুত প্রসেসিং-এর জন্য
পার্সোনাল লোন ব্যবহারের সময় সচেতনতা ও স্বচ্ছতা সবচেয়ে বড় হাতিয়ার। আপনি যদি সঠিকভাবে তথ্য জানেন ও বুঝে লোন নেন, তাহলে আপনি শুধু সাশ্রয় করতে পারবেন না, বরং অতি দ্রুত লোন পেতে এবং ভবিষ্যতের আর্থিক ঝুঁকি এড়াতেও পারবেন।