আজকাল ওয়েবডেস্ক : আপনার বিনিয়োগকে সঠিক পথ দেখাতে পারে ফিক্সড ডিপোজিট। এখানে একবার বিনিয়োগ করলেই পরে পেতে পারেন নির্দিষ্ট অর্থ। সরকারি হোক বা বেসরকারি যেকোনও ব্যাঙ্ক মাঝে মাঝেই তারা ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন করে। চলতি বছরের নভেম্বর মাসে বেশ কয়েকটি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন করেছে। সেগুলি একবার দেখে নিলেই সেইমত বিনিয়োগ করে লাভের টাকা নিজের ঘরে তুলতে পারবেন।
ইয়েস ব্যাঙ্ক নভেম্বর মাসেই ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন করেছে। সাত দিন থেকে শুরু করে ১৪ দিনে সাধারণ নাগরিকরা পাবেন ৩.২৫ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৩.৭৫ শতাংশ হারে সুদ। ১২১ দিনে সাধারণ নাগরিকরা পাবেন ৫ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৫.৫০ শতাংশ হারে সুদ। ১৮১ দিনে সাধারণ নাগরিকরা পাবেন ৬.১০ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৬.৬০ শতাংশ হারে সুদ। ৬০ মাসে সাধারণ নাগরিকরা পাবেন ৭.২৫ শতাংশ হারে সুদ। সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.৭৫ শতাংশ হারে সুদ।
পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন করেছে। তারা ৬৬ মাস থেকে শুরু করে ১০ বছরের জন্য সুদের হার দেবে ৬.২৫ শতাংশ। ৫ বছর থেকে ৬৬ মাস পর্যন্ত সুদ দেবে ৬.২৫ শতাংশ হারে সুদ। ৪৪ মাস পর্যন্ত সুদের হার দেবে ৬ শতাংশ হারে সুদ।
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন করেছে। তারা ২০০ দিনের জন্য সুদের হার করেছে ৬.৯০ শতাংশ। ৩৩৩ দিনের জন্য সুদের হার করেছে ৭.৩৫ শতাংশ। ৪০০ দিনের জন্য সুদের হার করেছে ৭.১০ শতাংশ। ৭৭৭ দিনের জন্য সুদের হার করেছে ৭.৭৫ শতাংশ।
