আজকাল ওয়েবডেস্ক: মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিনটি ট্রলার-সহ দক্ষিণ ২৪ পরগণার ৪৯ জন মৎস্যজীবী। রবিবার ও সোমবার দুপুর পর্যন্ত তাঁদের কোনও সন্ধান পাওয়া যায়নি। যদিও তাঁদের উদ্ধারের জন্য উপকূল রক্ষী বাহিনী জাহাজ ও এয়ারক্রাফট নিয়ে তল্লাশি চালাচ্ছে। এর পাশাপাশি মৎস্যজীবী সংগঠনের তরফেও ট্রলার পাঠিয়ে তাঁদের সন্ধান করা হবে।
এবিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, 'তিনটি ট্রলারের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। ওই তিনটি ট্রলারে রয়েছেন ৪৯ জন মৎস্যজীবী। উপকূল রক্ষী বাহিনীর এয়ারক্র্যাফট নিয়ে তল্লাশির পাশাপাশি মৎস্যজীবী সংগঠনগুলির তরফে পাঁচটি ট্রলার তল্লাশির জন্য পাড়ি দিয়েছে।'
জানা গিয়েছে, সমুদ্রে মাছ ধরতে গত মঙ্গলবার পাড়ি দিয়েছিলেন ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ এলাকার মৎস্যজীবীদের একটি দল। রবিবার প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে নিখোঁজ হয়ে যায় ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার। জানা যায়, বজ্রপাতে এই ট্রলারগুলির সঙ্গে থাকা ওয়্যারলেস মেসিন নষ্ট হয়ে যাওয়ার কারণে মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ট্রলারের ইঞ্জিনও খারাপ হয়ে গিয়েছে বলে জানা যায়। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন নিখোঁজ ট্রলারগুলির মৎস্যজীবীদের পরিবার। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে উৎকণ্ঠা। ট্রলার মালিকদের বাড়ির সামনে তাঁরা ভিড় জমিয়েছেন। জানতে চাইছেন কোনও খবর আছে কিনা।
