আজকাল ওয়েবডেস্ক: তবে কি পেছনে তন্ত্র সাধনার মতো কোনও বিষয় আছে! পূর্ব মেদিনীপুরের রামনগর থানা এলাকার বসন্তপুরে মুণ্ডহীন এক মহিলার দেহ উদ্ধারের পর এই চিন্তাই ভাবিয়ে তুলেছে পুলিশকে। তাদের সন্দেহ, ঘটনার পেছনে কোনও তন্ত্রের যোগ থাকতে পারে। যে স্থানে দেহ উদ্ধার হয়েছে সেই বসন্তপুর ওড়িশা সীমান্ত থেকে দেড় থেকে দু'কিলোমিটারের মধ্যে।
ফলে মৃতা ওই রাজ্যের বাসিন্দাও হতে পারেন বলে পুলিশের সন্দেহ। যোগাযোগ করা হয়েছে ওড়িশা পুলিশের সঙ্গে। মৃতার বর্ণনা দিয়ে তাঁদেরকেও অনুরোধ জানানো হয়েছে খোঁজ নিতে। খোঁজ নিতে কথা বলা হচ্ছে তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের। সাত দিন আগে বস্তাবন্দি ওই মহিলার দেহ উদ্ধার করে রাখা হয়েছে মর্গে। মাথার সঙ্গে কাটা হয়েছে হাত ও পা। কেন তন্ত্র সাধনার দিকটি খতিয়ে দেখছে পুলিশ? এরাজ্যের বীরভূম, বর্ধমানের পাশাপাশি প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, ওড়িশার কিছু কিছু জায়গায় এখনও নিয়মিতভাবে তন্ত্র সাধনার চর্চা হয়।
মহিলার মুণ্ডচ্ছেদের ধরন দেখে পুলিশ নিশ্চিত খুব ধারালো ও ভারী অস্ত্রের সাহায্যে এক কোপে কাটা হয়ে থাকতে পারে। যদি পড়শী রাজ্য ওড়িশায় এই ঘটনা ঘটে তবে সেখান থেকে সীমানা পেরিয়ে এতটুকু রাস্তা এসে বসন্তপুরে দেহ ফেলে যাওয়াটা খুব একটা বড় বিষয় নয়। রামনগরের ডিএসপি (ডিএনটি) আবুনুর হোসেন বলেন, তন্ত্র সাধনার জের হতে পারে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সরকারিভাবে না বললেও জেলা পুলিশের একটি বড় অংশের সন্দেহ, ঘটনার পেছনে তন্ত্র সাধনার কোনও যোগ থাকতে পারে।
