আজকাল ওয়েবডেস্ক: গভীর নিম্নচাপের প্রভাবে একটানা ভারি বর্ষণ। আগেই বনগাঁ পুরসভার একাধিক ওয়ার্ডে জল জমেছিল। টানা অতি ভারি বৃষ্টির ফলে বনগাঁ ইছামতি নদী তীরবর্তী কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়েছে। জল ঢুকেছে একাধিক বাড়িতে। ইতিমধ্যে বহু পরিবার বাড়ি ছাড়া হয়ে স্কুলে উঠেছে। তাঁদের অভিযোগ, ইছামতি নদী সংস্কার না হওয়ার কারণেই প্রতিবছর একটু বৃষ্টি হলেই তাঁদের জলে ডুবতে হয়। তাঁদের দাবি ইছামতি সংস্কার হলে তাঁদের এভাবে জলে ডুবতে হবে না। 

 

রবিবার পর্যন্ত বনগাঁ পুরসভার ১, ৬, ১৭ নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ড ইছামতির জলে জলমগ্ন। পার্ক সহ অনেক বাড়িতে জল থইথই দশা। পুজোর মুখে ভারি বৃষ্টিপাতে নাজেহাল সাধারণ মানুষ। 

 

এদিন বনগাঁ পুরসভার জলমগ্ন একাধিক ওয়ার্ড পরিদর্শনে যান বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। জলমগ্ন ওয়ার্ড পরিদর্শনের মাঝে তিনি দাবি করেছেন ইছামতি নদী সংস্কার না হওয়ার কারণে অনেক ওয়ার্ডে জল ঢুকেছে। পুর এলাকায় চার হাজার পরিবার জলমগ্ন হয়ে পড়েছে। তাঁদেরকে অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে। ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে। বিদ্যাধরী ডিভিশন কাজ না করার কারণে সমস্যায় পড়তে হচ্ছে নদী তীরবর্তী সাধারণ মানুষকে।