আজকাল ওয়েবডেস্ক: স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণ। অভিযোগ পেয়ে আটজনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণী থানা এলাকায়। ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগণার কাঁচড়াপাড়ায়। জানা গিয়েছে, কল্যাণী-ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের কল্যাণী রেল ব্রিজের নিচে এই গণধর্ষণের ঘটনাটি ঘটে। লিখিত অভিযোগ দায়ের হয় থানায়। আসরে নামে পুলিশ। খোঁজ করে দ্রুত গ্রেপ্তার করে অভিযুক্তদের। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিমের সদস্যরা। জায়গা পরীক্ষা করে নমুনা সংগ্রহ করছেন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে ওই দম্পতি কল্যাণীর কাঁচড়াপাড়া রেল সেতু দিয়ে যাচ্ছিলেন। সেইসময় আচমকাই কয়েকজন তাঁদের উপর হামলা চালায়। স্বামীকে মারধরের পাশাপাশি স্ত্রীকে টেনেহিঁচড়ে সেতুর নিচে নিয়ে গণধর্ষণ করে তারা। ঘটনার পর পুলিশের দ্বারস্থ হন ওই দম্পতি। লিখিতভাবে অভিযোগ জানান স্বামী।
সঙ্গে সঙ্গে তদন্তে নামে পুলিশ। প্রথমে চারজন এবং পরে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। এদিনই ঘটনাস্থলে পৌঁছে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল সেতুর নিচ থেকে উদ্ধার করে ভাঙা কাঁচের চুড়ি, টিফিন বক্স। ফরেন্সিক বিশেষজ্ঞ সন্দীপ ঘোষ বলেন, 'একটি গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সব নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট পুলিশ তদন্তের সঙ্গে যুক্ত হবে।'
রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তদন্তের শুরুতেই আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'
