মিল্টন সেন, হুগলি: বড়সড় দুর্ঘটনা হুগলিতে। নিয়ন্ত্রণ হারিয়ে পথ চলতি অটোকে ধাক্কা মেরে বাস উল্টে গিয়ে পড়ল ধান জমিতে। আহত বহু যাত্রী।
পুলিশ সূত্রে খবর, বাস দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১৫ জন বাস যাত্রী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে তারকেশ্বর থানার অন্তর্গত পিয়াসারা ঘোষ পুকুর মোড় এলাকায়। কলকাতা থেকে আরামবাগ যাচ্ছিল এসবিএসটিসি বাসটি। ৪০ জনের বেশি যাত্রী ছিলেন বাসটিতে।
ডানকুনি-আরামবাগ রোডের তারকেশ্বরের পিয়াসারা এলাকায় ঘোষ পুকুর মোড়ে এসে বাসটি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে একটি আটোতে ধাক্কা মারে। তার পরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধান জমিতে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় বাস যাত্রীদের উদ্ধার করে, আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। চালক ও বাস কর্মীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। জানানো হয়েছে, বাসের বাকি যাত্রীরা সুরক্ষিত আছেন।
পুলিশ সূত্রে খবর, বাস দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১৫ জন বাস যাত্রী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে তারকেশ্বর থানার অন্তর্গত পিয়াসারা ঘোষ পুকুর মোড় এলাকায়। কলকাতা থেকে আরামবাগ যাচ্ছিল এসবিএসটিসি বাসটি। ৪০ জনের বেশি যাত্রী ছিলেন বাসটিতে।
ডানকুনি-আরামবাগ রোডের তারকেশ্বরের পিয়াসারা এলাকায় ঘোষ পুকুর মোড়ে এসে বাসটি নিয়ন্ত্রণ হারায়। প্রথমে একটি আটোতে ধাক্কা মারে। তার পরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধান জমিতে উল্টে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় বাস যাত্রীদের উদ্ধার করে, আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। চালক ও বাস কর্মীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। জানানো হয়েছে, বাসের বাকি যাত্রীরা সুরক্ষিত আছেন।
