আজকাল ওয়েবডেস্ক: ক্রেতা সেজে দুই হরিণ শিকারীকে ধরল বন দপ্তর। দক্ষিণ ২৪ পরগণার ভগবতপুর বন দপ্তরের আধিকারিকদের হাতে গ্রেপ্তার হওয়া দুই শিকারির নাম সুলেখা গিরি এবং উদয়ন সরকার বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বন দপ্তরের একটি সূত্র জানায়, তাদের কাছে খবর আসে দীর্ঘদিন ধরেই সুন্দরবনের জঙ্গলে ঢুকে কিছু ব্যক্তি হরিণ শিকার করছে। দলটিকে ধরার জন্য নিজেদের সোর্সকে কাজে লাগায় তারা। সোর্স মারফত দপ্তরের আধিকারিকরা খবর পান, চোরা শিকারিদের এই দলটি হরিণ শিকার করেছে এবং মাংস বিক্রি করবে। সেইমতো নিজেদের লোক পাঠিয়ে আধিকারিকরা মাংস কেনা নিয়ে উৎসাহ প্রকাশ করেন। শিকারীরা জানান, চন্দনপিড়ি এলাকায় মাংসের হাত বদল করা হবে। দাম ঠিক হয় প্রতি কেজি ৫০০ টাকা।
রবিবার সেইমতো ক্রেতা সেজে নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে থাকেন দপ্তরের আধিকারিকরা। এরপর দুই অভিযুক্ত মাংস নিয়ে এলে হাতেনাতে তাদের ধরা হয়। সোমবার কাকদ্বীপ আদালতে দুই অভিযুক্তকে পেশ করা হলে বিচারক তাদের দু'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এবিষয়ে বন দপ্তরের এক আধিকারিক জানান, দলটিতে এই দু'জন আছে না আরও লোকজন আছে সেই বিষয়টি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের ক্রেতাদের সম্পর্কে জেনে তাদের খোঁজও করা হবে।
