আজকাল ওয়েবডেস্ক: হাসপাতাল চত্বর, বহু মানুষের উপস্থিতি, তার মাঝেই ভয়াবহ ঘটনা। ইমারজেন্সির সামনেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কার্নিশের অংশ। ঘটনাস্থল হাওড়া জেলা হাসপাতাল।
ভয়াবহ এই ঘটনা ঘটেছে বুধবার সন্ধেয়। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সময় ঘটনাস্থলে কেউ না থাকায় বড় কোনও বিপদ ঘটেনি। হতাহতের হননি কেউ। তবে কার্নিশের অংশ ভেঙে পড়ার পরেই আতঙ্ক ছড়িয়েছে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে।
গত একমাস ধরেই হাওড়া জেলা হাসপাতালে মেরামতির কাজ করছে পূর্ত দপ্তর। তার মাঝেই এই বিপত্তি ঘটেছে। এমনকি ঠিক যে জায়গায় এই কার্নিশের অংশ ভেঙে করেছে, অ্যাম্বুলেন্স থেকে সেখানেই নামানো হয় রোগীদের। স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনার পর থেকেই হাসপাতালের মূল দরজা বন্ধ।
অন্যদিকে এদিন খাস কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে লোহার তোরণ ভেঙে পড়ে। মহানায়ক উত্তম কুমারের স্মরণে এদিন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শুরুর আগেই ভেঙে পড়ে তোরণ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে, চলছে চিকিৎসা।
ভয়াবহ এই ঘটনা ঘটেছে বুধবার সন্ধেয়। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সময় ঘটনাস্থলে কেউ না থাকায় বড় কোনও বিপদ ঘটেনি। হতাহতের হননি কেউ। তবে কার্নিশের অংশ ভেঙে পড়ার পরেই আতঙ্ক ছড়িয়েছে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যে।
গত একমাস ধরেই হাওড়া জেলা হাসপাতালে মেরামতির কাজ করছে পূর্ত দপ্তর। তার মাঝেই এই বিপত্তি ঘটেছে। এমনকি ঠিক যে জায়গায় এই কার্নিশের অংশ ভেঙে করেছে, অ্যাম্বুলেন্স থেকে সেখানেই নামানো হয় রোগীদের। স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনার পর থেকেই হাসপাতালের মূল দরজা বন্ধ।
অন্যদিকে এদিন খাস কলকাতায় ধনধান্য অডিটোরিয়ামে লোহার তোরণ ভেঙে পড়ে। মহানায়ক উত্তম কুমারের স্মরণে এদিন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শুরুর আগেই ভেঙে পড়ে তোরণ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে, চলছে চিকিৎসা।
