আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজোর আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। আবারও কথা দিয়ে কথা রাখলেন তিনি। চলতি বছরে দুর্গাপুজো কমিটিগুলির জন্য অনুদান আরও বাড়ানো হল। ২০২৫ সালে দুর্গাপুজোর কমিটিগুলির জন্য এক লক্ষ ১০ হাজার টাকা করে অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। গত বছরের অনুদান ছিল ৮৫ হাজার টাকা। এই বছর সেই অনুদান এক লাফে ২৫ হাজার টাকা বাড়িয়ে দিলেন মমতা। এর পাশাপাশি বিদ্যুতের বিলেও ৮০ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আজ, বৃহস্পতিবারেই দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠকে এ দিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আগামী ৫ অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। ২, ৩ এবং ৪ অক্টোবর ঠাকুর বিসর্জনের দিনক্ষণও ঠিক করে দেন তিনি। এর পরে দুর্গাপুজো কমিটিগুলির উদ্দেশে বড় ঘোষণা করেন মমতা। ঘোষণা করেন, এবার বড় কমিটিগুলিকে এক লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এই বড় ঘোষণা করার আগে তিনি বৈঠকে উপস্থিত সকল পুজো কমিটির উদ্যোক্তাদের হাসির ছলে জিজ্ঞেস করেন, এ বার কত? উত্তরে কেউ বলেন ৯০ হাজার, কেউ বা এক লক্ষ। সবাইকে চমকে দিয়ে তাঁর ঘোষণা এবারে অনুদান এক লক্ষ ১০ হাজার টাকা। 

আরও পড়ুন: অভিযোগ, গ্রেপ্তারি, অবশেষে বেকসুর খালাস, ১৭ বছরে কোন খাতে বয়ে গিয়েছে মালেগাঁও বিস্ফোরণ মামলার জল, দেখে নিন

প্রসঙ্গত, গত বছর, ২০২৪ সালে দুর্গাপুজো কমিটিগুলির জন্য ৮৫ হাজার টাকা অনুদান ঘোষণা করেছিলেন তিনি। এও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, ২০২৫ সালে তার আরও বাড়ানো হবে। ৮৫ হাজার টাকা থেকে বেড়ে এক লক্ষ টাকা হতে পারে। প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি। ২০২৩ সালে দুর্গাপুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। গত বছর বাড়ানো হয়েছিল আরও ১৫ হাজার টাকা। চলতি বছরে ফের ১৫ হাজার টাকা অনুদান বেড়ে দাঁড়াল এক লক্ষ টাকা। 

দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদানের পাশাপাশি বিদ্যুৎ মাশুলে বেশ খানিকটা ছাড় দেওয়া হয়েছে। একইসঙ্গে ফায়ার লাইসেন্স ফি ছাড়া দেওয়া হয়েছে। ইউনেস্কোর তরফে দ্য ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পরে উৎসব আরও জাঁকজমকপূর্ণ হয় বাংলা জুড়ে। 

আরও পড়ুন: দীর্ঘ ১৭ বছর তদন্ত করেও কিছু করতে পারল না এনআইএ! ২০০৮ সালে কী হয়েছিল মালেগাঁওয়ে?

তবে গত বছরে দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে আগেভাগেই বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। গত বছর ২৩ জুলাই বৈঠক হয়েছিল। চলতি বছরে খানিকটা দেরিতেই বৈঠক সম্পন্ন হল। এবার পুজোর দিনক্ষণ বেশ খানিকটা এগিয়ে রয়েছে। এবছর দুর্গাপুজো শুরু হচ্ছে সেপ্টেম্বরের শেষে। ২১ সেপ্টেম্বর মহালয়া। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী। ২ অক্টোবরে মহাদশমী। 

উল্লেখ্য, ২০১১ সালে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পরেই দুর্গাপুজো কমিটিগুলির জন্য অনুদান ঘোষণা করেন মমতা ব্যানার্জি। প্রথমবার প্রত্যেকটি দুর্গাপুজো কমিটিকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন তিনি। অতিমারির আবহে অনুদানের অঙ্ক আরও বাড়ানো হয়। সেই সময় দুর্গাপুজোকে কেন্দ্র করে কমিটিগুলিকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছিলেন। ২০২২ ও ২০২৩ সালে সেই অনুদান বেড়েছিল আরও ১০ হাজার টাকা করে।