আজকাল ওয়েবডেস্ক: লোকালয়ে উন্মত্ত বাইসনের তাণ্ডব। মৃত্যু হল পঞ্চাশোর্ধ এক ব্যক্তির। মৃতের নাম নৃপেন বর্মণ বলে জানা গিয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। ঘটনায় নৃপেনের মৃত্যু ছাড়াও আহত হয়েছেন শঙ্কর বর্মণ নামে ওই এলাকার এক বাসিন্দা। 

 

জানা গিয়েছে, এদিন সকালে মাথাভাঙার ২ নম্বর ব্লকের প্রেমেরডাঙা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলগুড়ি এলাকায় বাড়িতেই জখম হন নৃপেন। অন্যদিকে রাস্তায় বাইসনের গুঁতো খান শঙ্কর। এবিষয়ে নিহতের স্ত্রী নিশিবালা বর্মণ জানিয়েছেন, এদিন সকালে তাঁর স্বামী বাড়ির বাইরে একটা কাজ করছিলেন। হঠাৎ একটা শব্দ হয়। কী হয়েছে দেখতে তিনি যখন বাড়ির বাইরে যান তখন দেখতে পান তাঁর স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। পিছনে আওয়াজ পেয়ে ঘুরে দেখেন ঘরের ভিতরে একটি বাইসন। পাশাপাশি আহত শঙ্কর জানান, সকালে তিনি যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন তখন একটি বাইসন আচমকা তাঁর দিকে তেড়ে এসে গালে গুঁতো মারে। বাঁচার জন্য তিনি পাশেই নদীতে ঝাঁপ দেন। 

 

ঘটনার পর নৃপেনকে উদ্ধার করে প্রথমে নিশিগঞ্জ রুরাল হাসপাতাল এবং সেখান থেকে তাঁকে কোচবিহারে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে শঙ্করকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এলাকায় বাইসন বেড়িয়েছে খবর পেয়ে চলে আসেন বন দপ্তরের আধিকারিকরা। তাঁরা একটি বাইসনকে ঘুম পাড়ানি গুলিতে কাবু করেছেন বলে জানা গিয়েছে।