আজকাল ওয়েবডেস্ক: দিঘা ঢোকার মুখে ঘেরসাই এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল বৃহস্পতিবার সন্ধ্যায়। রাস্তার কাজের খোঁড়া খাদে পড়ে যায় কলকাতা থেকে দিঘামুখী একটি পর্যটকবাহী বাস। ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন পর্যটক।

বাসটিতে মোট প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহতদের তড়িঘড়ি দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, বাসটি দিঘা শহরে প্রবেশের মুখে একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খুঁড়ে রাখা খাদে পড়ে যায়। 

সঙ্গে সঙ্গে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার শব্দে এলাকা কেঁপে ওঠে। তড়িঘড়ি দিঘা কোস্টাল থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ক্লাবের সদস্যদের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার কাজে নামে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তায় কাজ চললেও কোনও ব্যারিকেড বা সুরক্ষাবেষ্টনী ছিল না। এই অব্যবস্থাপনাই এমন দুর্ঘটনার কারণ বলে দাবি তাঁদের। এলাকাবাসী আরও অভিযোগ করেছেন, এর আগেও একই স্থানে একাধিকবার গাড়ি দুর্ঘটনা ঘটেছে।

কিন্তু প্রশাসন বা ঠিকাদারি সংস্থা কোনও ব্যবস্থা নেয়নি। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা ঠিকাদারের গাফিলতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নন্দকুমার–দিঘা ১১৬বি জাতীয় সড়কের বৃন্দাবনপুরের কাছে বাস ও মালবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে আহত হন অন্তত ৩০ জন। বাসটির মধ্যে দুর্ঘটনার সময়ে যাত্রী ছিলেন প্রায় ৫০ জন। সকলেই কমবেশি আহত হয়েছিলেন। তবে ৩০ জনের আঘাত ছিল গুরুতর। 

গত ফেব্রুয়ারিতে আবার দিঘা যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুই পর্যটকের। বাইকে চেপে দিঘার উদ্দেশে যাচ্ছিলেন দু’জনে। সেই সময় পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকার কালিনগরের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।

তারও আগে গত বছর কালীপুজোর সময় পথ দুর্ঘটনায় চার জন মারা যান। ঘাটাল থেকে দিঘার উদ্দেশে যাওয়ার পথে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। মেচেদা হয়ে জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় নিমতৌড়ির কাছে দুই সাইকেল আরোহীকে ধাক্কা মারে একটি গাড়িটি।

তারপর একটি গাছে ধাক্কা মারে। আর গাড়িটি নয়নজুলিতে উল্টে যায়। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় একসঙ্গে ৪ জনের মৃত্যু হয়। আবার এই বছরের জানুয়ারিতে দিঘা যাওয়ার পথে কোলাঘাটে দুর্ঘটনায় তিন জন গুরুতর আহত হন।

ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়াই দুর্ঘটনার কারণ বলে জানা গিয়েছিল। ঘাটাল থেকে দিঘা যাওয়ার পথে কোলাঘাটের দেউলিয়ার কাছে দুর্ঘটনাটি ঘটেছিল।

জানা গিয়েছিল খড়গপুর হাওড়া জাতীয় সড়কের দেউলিয়া বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি প্রাইভেট গাড়ি। ঘন কুয়াশার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ধাক্কা মারে প্রাইভেট গাড়িটিকে। গুরুতর আহত হন গাড়িতে থাকা তিন জন।