বুধবার ৩০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১৫ : ১৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: এ যেন গোদের ওপর বিষফোঁড়া। চেন্নাই ম্যাচে চতুর্থ হলুদ কার্ড দেখায় ওড়িশার বিরুদ্ধে নেই হিজাজি মাহের। কার্লেস কুয়াদ্রাত আগের দিন হলুদ কার্ড দেখায় গুরুত্বপূর্ণ ম্যাচে বেঞ্চে বসতে পারবেন না। চলতি আইএসএলের সেরা দলের বিরুদ্ধে নামার আগে সমস্যায় ইস্টবেঙ্গল। সুপার কাপে সার্জিও লোবেরার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল। এবার ঘরের মাঠে বদলা নিতে চাইবে ওড়িশা। এই অবস্থায় ছন্দে থাকা মরিসিও, রয় কৃষ্ণদের আটকাতে বেগ পেতে হবে লাল হলুদ রক্ষণকে। হিজাজি যোগ দেওয়ার পর রক্ষণ অনেকটাই সংগঠিত হয়েছে। এবার বিদেশি ডিফেন্ডারকে ছাড়াই নামতে হবে ইস্টবেঙ্গলকে। তাও আবার ওড়িশার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে। এই অবস্থায় কুয়াদ্রাতের বেঞ্চে বসতে না পারাটা পার্থক্য গড়ে দিতে পারে। তাঁর অনুপস্থিতিতে কোচের দায়িত্ব পালন করবেন তাঁর সহকারী দিমাস দেলগাদো। মরশুমের শুরু থেকেই কার্লেসের ডেপুটি তিনি। এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে হেড কোচের অনুপস্থিতি ফ্যাক্টর হবে না বলেই দাবি করলেন। দেলগাদো বলেন, "আমার কাছে এটা সাধারণ পরিস্থিতি। আমরা একসঙ্গে কাজ করি। আমি নিজের কাজটা জানি। তাই আতঙ্কিত হওয়ায় কিছু নেই। তিন দিনের মধ্যে আরও একটা ম্যাচ খেলতে হবে আমাদের। তবে আমরা তিন পয়েন্টের জন্যই নামব।" সুপার কাপের বদলা নিতে চাইবেন লোবেরা। দারুণ ছন্দে আছে ওড়িশা। তবে বিপক্ষকে নিয়ে বেশি ভাবতে চান না কুয়াদ্রাতের ডেপুটি। নিজের দলেই ফোকাস। দেলগাদো বলেন, "আমি নিজেদের নিয়ে ভাবছি। বিপক্ষের বিরুদ্ধে সেরা ছন্দে থাকতে হবে। আমাদের নিয়েও ওদের ভাবতে হবে। আমরা ওদের টক্কর দেব। আমরা প্রতিযোগিতামূলক ফুটবল খেলায় চেষ্টা করব। আগের বারের মতো ওদের কাজ কঠিন করার চেষ্টা করব।" চেন্নাই ম্যাচে গোল পেতে হিমশিম খায় স্ট্রাইকাররা। কিন্তু সেই নিয়ে ভাবছেন না ইস্টবেঙ্গলের সহকারী কোচ। জানান, সুযোগ নষ্ট খেলারই অঙ্গ। তবে পাশাপাশি জানিয়ে রাখলেন, এক গোল কখনোই সুরক্ষিত নয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচটাকে শেষ করে দিতে হবে। সিনিয়র দলে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সায়ন ব্যানার্জি। ধন্যবাদ জানান কোচকে। নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়ে সেরাটা দেওয়ার জন্য তৈরি বাঙালি মিডফিল্ডার। বুধবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে চূড়ান্ত প্রস্তুতি সারেন ক্লেইটন, ফেলিসিওরা। সেখান থেকেই সরাসরি বিমানবন্দরে রওনা হবে ইস্টবেঙ্গল দল। এদিন প্র্যাকটিস করেননি নন্দকুমার। কিন্তু তাঁর কোনও চোট নেই। ওড়িশার বিরুদ্ধে খেলবেন। হিজাজির অনুপস্থিতিতে চোট সারিয়ে প্রথম একাদশে ফিরবেন আলেকজান্ডার প্যান্টিচ। তার ওপর অনেক কিছুই নির্ভর করবে।
নানান খবর

নানান খবর

নারায়ণ..নারায়ণ, নাইটদের দিল্লি বিজয়, প্লে অফের দৌড়ে টিকে রইল কলকাতা

ব্রাজিলের কোচ হওয়র দৌড়ে অ্যানচেলোত্তি! রিয়াল কোচকে নিয়ে তুঙ্গে জল্পনা

দিল্লির মাঠে কলকাতা করল ২০৪ রান, পারবেন কি অক্ষররা?

ভাগ্যের সাহায্য পেয়েছেন বৈভব! ১৪ বছরের বালককে নিয়েও ঈর্ষা শুভমনের, গিলকে একহাত প্রাক্তন তারকার

স্নেহ রানার পাঁচতারা পারফরম্যান্স, ১৫ রানে প্রোটিয়া ব্রিগেডকে হারাল ভারতের মেয়েরা

প্রবল বিদ্যুৎ বিভ্রাট স্পেনে, বার্সা-ইন্টার মিলান ম্যাচ হবে তো?

শাহরুখের বন্য উদযাপন দেখে সেদিন ভয় পেয়েছিলেন আক্রম, ১৩ বছর পরে শেয়ার করলেন আক্রম

পদ্ম সম্মান তুলে দেওয়া হল শ্রীজেশ-অশ্বিনদের হাতে, তারাদের মেলা রাষ্ট্রপতি ভবনে

'জাতীয় দল থেকে নিষিদ্ধ করা উচিত রুডিগারকে', কোপা দেল রে ফাইনালে রেফারিকে আইসপ্যাক ছোড়ার জের

কারা যাবে প্লে অফে? শতাংশের বিচারে কারা এগিয়ে জানুন

টানা তিনবার রিয়াল বধের পর ফুটছে বার্সেলোনা, এখন লক্ষ্য শুধুই ট্রেবল, সাফ বার্তা হ্যান্সি ফ্লিকের

কোপা দেল রে ফাইনালে রেফারিকে ছুঁড়ে মারেন আইসপ্যাক, প্রকাশ্যে ক্ষমা চাইলেন আন্তোনিও রুডিগার

রেফারিকে বরফ ছুড়ে মেরেছেন! ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন রিয়াল তারকা

কলকাতা থেকে এবার রয়্যালসে! আইপিএলের মাঝেই নতুন অভিযানে অভিষেক নায়ার?

অলিম্পিক ক্রিকেটে সোনা পেতে মরিয়া চিন, ফাঁস করলেন স্টিভ ওয়া