
শুক্রবার ২৩ মে ২০২৫
অপেক্ষার শেষ, "অভিজিৎ মুহূর্তে" ৮৪ সেকেন্ডের মধ্যে অযোধ্যার রামলালার মূর্তিতে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে "প্রাণপ্রতিষ্ঠা" করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামলালার মূর্তি প্রদক্ষিণ করে সাষ্ঠাঙ্গে প্রণাম করেন মোদী। পুষ্পবৃষ্টিতে রাজ্যে এক "নতুন অধ্যায়"কে স্বাগত জানাল অযোধ্যাবাসী।