
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
মৃত্যুর পর কী? প্রিয়জনেরা কি আমাদের চারপাশেই থেকে যায়? আমরা কী তাঁদের অস্তিত্ব অনুভব করতে পারি? জীবন-মরণের মাঝে এক অজানা জগতের গল্প বলবে রাজা চন্দ পরিচালিত ছবি ‘চন্দ্রবিন্দু’। মুখ্য ভূমিকায় অঙ্কুশ হাজরা ঐন্দ্রিলা সেন। প্রযোজনায় এস কে মুভিজ। ২৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। জীবন, সম্পর্কের অজানা কথা নিয়ে আজকাল ডট ইন-এ অঙ্কুশ-ঐন্দ্রিলা।