
শনিবার ০৪ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-র নেতৃত্ব নির্বাচনে শনিবার জয়ী হলেন সানায়ে তাকাইচি। পুরুষ প্রতিদ্বন্দ্বীদের আধিপত্যে থাকা এই লড়াইয়ে ৬৪ বছর বয়সী তাকাইচির জয় তাঁকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে দিল। নিজের আদর্শ প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের পদাঙ্ক অনুসরণ করার সুযোগও পেলেন তিনি।
এলডিপির আইনপ্রণেতারা তাকাইচিকে বেছে নিয়েছেন দেশের জনগণের আস্থা পুনর্গঠনের জন্য—যে আস্থা বর্তমানে ভেঙে পড়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে। এদিকে বিরোধী দলগুলো ব্যাপক প্যাকেজ ও কঠোর অভিবাসন নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়ে জনপ্রিয়তা অর্জন করছে। জয়ের পর সহকর্মীদের উদ্দেশে তাকাইচি বলেন, “খুশি হওয়ার চেয়ে আমার মনে হচ্ছে কঠিন কাজের শুরু এখন থেকে।”
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর জাপানের সংসদে ভোটাভুটি হবে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য। বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা’র স্থলাভিষিক্ত হবেন তাকাইচি। গত বছর এলডিপির নেতৃত্ব নির্বাচনের রান-অফে ইশিবার কাছে হেরে গিয়েছিলেন তিনি। তবে এবার সংসদের অনুমোদন পেলে তাকাইচিই প্রধানমন্ত্রী পদে বসবেন।
আরও পড়ুন: জীবনের মাঝপথে নতুন সূচনা: ভারতীয় মহিলা পেশাজীবীদের দ্বিতীয় ইনিংস
এই দৌড়ে তাকাইচি ছিলেন একমাত্র নারী প্রার্থী। তিনি হারিয়েছেন ৪৪ বছর বয়সী শিনজিরো কোইজুমিকে—যিনি আধুনিক সময়ে জাপানের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য নিয়েছিলেন।
১৯৯৩ সালে নিজ শহর নারা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তাকাইচি। তারপর থেকে এলডিপি ও সরকারে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। এর মধ্যে অর্থনৈতিক নিরাপত্তা, অভ্যন্তরীণ প্রশাসন ও জেন্ডার সমতা বিষয়ক মন্ত্রীর দায়িত্বও রয়েছে। তাকাইচি নিজেকে প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রক্ষণশীল দৃষ্টিভঙ্গির অনুগত মনে করেন। পাশাপাশি তিনি মার্গারেট থ্যাচারকে নিজের রাজনৈতিক প্রেরণা বলে মানেন।
জাপানের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ এখনও অনেক কম। এপি-র তথ্য অনুযায়ী, দেশটির নিম্নকক্ষে নারীদের প্রতিনিধিত্ব মাত্র ১৫ শতাংশ। পাশাপাশি ৪৭টি প্রিফেকচারের মধ্যে মাত্র দুইটির নেতৃত্বে রয়েছেন নারী গভর্নর। এই বাস্তবতায় তাকাইচির জয় অনেকটা ঐতিহাসিক গুরুত্ব বহন করছে।
তবে তাঁর মতাদর্শের মধ্যে কিছু বিতর্কও রয়েছে। তাকাইচি পুরুষ-একক উত্তরাধিকারের পক্ষে, অর্থাৎ সম্রাজ্ঞীর সুযোগ তিনি সমর্থন করেন না। একইসঙ্গে সমলিঙ্গ বিবাহের বিরোধী এবং ১৯ শতাব্দীর দেওয়ানি আইন পরিবর্তন করে বিবাহিত দম্পতিদের আলাদা পদবি রাখার সুযোগ দেওয়ার বিপক্ষেও তিনি অবস্থান নিয়েছেন। তাঁর মতে, ঐতিহ্য রক্ষা করাই জরুরি।
এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করা এক বিনিয়োগ চুক্তি পুনর্বিবেচনার পক্ষে। সেই চুক্তিতে জাপানি করদাতাদের অর্থে বিনিয়োগের বিনিময়ে ট্রাম্প তাঁর উচ্চ শুল্ক প্রত্যাহার করেছিলেন। তাকাইচি মনে করেন, এই চুক্তির ভারসাম্য আবার দেখা প্রয়োজন।
সানায়ে তাকাইচির জয় জাপানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। একদিকে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পথে, অন্যদিকে তাঁর রক্ষণশীল মতাদর্শ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর সংসদীয় ভোটের পরই নিশ্চিত হবে—তাকাইচি কি সত্যিই জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন কিনা।
সৌরজগতের বাইরে ৬,০০০ গ্রহ আবিষ্কার করেছে নাসা, কী রয়েছে এলিয়েন গ্রহগুলিতে
২৪ কোটি পাকিস্তানির প্রতিটি ঘরে হামলা? এবার কী করবে পাক সরকার
নাসার ওয়েবসাইট বন্ধ, আতঙ্কিত হয়ে পড়লেন বিজ্ঞানীরা
ভারতকে চাপে ফেলার তোড়জোড়? আরব সাগরে বন্দর নির্মাণের জন্য আমেরিকাকে প্রস্তাব ইসলামাবাদের
সিঙ্গাপুরের হোটেলে যৌনকর্মীদের লুট করে চড়থাপ্পড়, দুই ভারতীয়ের জেল, নাম ডুবল দেশের
কলম্বিয়ায় ভারতীয় দুই-চাকার বাহনের সাফল্যে রাহুল গান্ধীর প্রশংসা: ‘উদ্ভাবন, আঁতাত নয়’
চার্চ অফ ইংল্যান্ডের ৫০০ বছরের ইতিহাসে প্রথমবার, মহিলা আর্চবিশপ হতে চলেছেনে সারা মুলালি, কে তিনি?
গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক: গ্রেটা থুনবার্গসহ বহু কর্মী গ্রেপ্তার
সারা বছর নিজে পড়িয়ে কী লাভ হল, ছেলে অঙ্কে মাত্র ছয় নম্বর পেতেই চোখে জল বাবার
কিডনি বিক্রি করে শখের আইফোন কিনেছিলেন, ১৪ বছর আগের সেই ভুল সব শেষ করে দিল যুবকের
বয়স নয়, অভ্যাস বলছে মস্তিষ্ক কতটা তরুণ
অফিসে ঘামঝরিয়ে কাজ, রাতে ঘরে ফিরে সোফায় উদ্দাম অবস্থায় দেখলেন স্ত্রী-সন্তানকে! তারপর যা হল ঘরে
বিশ্বের তেলের বাজারে নামবে বিরাট ধস, কেন এমন বললেন বিশেষজ্ঞরা
আসিম মুনির হলেন সেলসম্যান! কী বিক্রি করলেন মার্কিন প্রেসিডেন্টকে, এরপরই নিন্দার ঝড়
গুগলে ফের ছাঁটাই, এবার চাকরি হারালেন কত জন জানলে চোখ কপালে উঠবে
তড়িঘড়ি স্ত্রী শুরাকে নিয়ে হাসপাতালে ছুটলেন আরবাজ! কী ঘটছে সলমনের পরিবারে
ঘরে পড়ে রয়েছে বাবা-মার রক্তাক্ত দেহ, পলাতক ছেলে, সন্দেহ খুনের পরেই গা ঢাকা
বৈবাহিক ঝগড়া আত্মহত্যার প্ররোচনা হিসেবে গণ্য হবে না: এলাহাবাদ হাইকোর্ট
'মেয়ে লারা ও পোষ্য সারমেয়কে একই চোখে দেখি,' বরুণ ধওয়ানের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় নেটপাড়া
আইনি নয়, এ বিচ্ছেদ মানসিক! দাম্পত্যে নীরব ঘাতক ‘ইমোশনাল ডিভোর্স’! কীভাবে চিনবেন এই সমস্যা?
মথুরায় মুসলমানদের জীবন সংকুচিত: ঘর-বাড়ি, ব্যবসা ও ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত
ভারতের ট্রফি চুরি করে পাকিস্তানের জাতীয় সম্মান পাচ্ছেন নকভি, সোনার পদক দেওয়া হবে পিসিবি প্রধানকে
প্রেমের নামে আবেগের বিস্ফোরণ! ‘লভ বম্বিং’ মধুর সম্পর্কের আড়ালে এক মারাত্মক ফাঁদ? কীভাবে চিনবেন?
রাহার জন্য কী কী বদলে ফেলতে হয়েছে রণবীর-আলিয়াকে? মা হওয়ার অভিজ্ঞতা নিয়ে অকপট নায়িকা
হোটেলের খাবার খেয়েই তীব্র পেটে ব্যথা, ভারতে সিরিজ খেলতে এসে হাসপাতালে ঠাঁই হল অস্ট্রেলিয়ার পেস বোলারের
বাড়ির পোষ্যের থেকেও শিশুদের দেহে নানান রোগ ছড়াতে পারে, সন্তানকে রক্ষা করবেন কীভাবে?
শরীরে চাঙ্গা রাখতে মুঠো মুঠো ভিটামিন সাপ্লিমেন্ট খাচ্ছেন? হিতে বিপরীত হচ্ছে না তো? অতিরিক্ত খেলে কী হয় জানেন?
‘তোমার বাবাকে তারকা বানিয়েছে বলিউড, আজ তাকেই অপমান করছ’ — আরিয়ান খানকে লাগামহীন আক্রমণ করে কী বললেন কৌতুকাভিনেতা সুনীল পাল?
দিনভর রাজনৈতিক তরজা আর ‘ব্রেকিং নিউজ’-এর স্রোতে হাবুডুবু খেলে নিজেরই সর্বনাশ! ‘নিউজ ফ্যাটিগ’ কাকে বলে জানেন?
অধিনায়কত্ব গেল রোহিত শর্মার, অস্ট্রেলিয়া সিরিজ থেকেই একদিনের ক্রিকেটে নতুন ক্যাপ্টেন, কারা জায়গা পেলেন দলে?
ভারতের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, এই নিয়ে পরপর চারবার সেরার শিরোপা তিলোত্তমার মুকুটে
জীবনের মাঝপথে নতুন সূচনা: ভারতীয় মহিলা পেশাজীবীদের দ্বিতীয় ইনিংস
প্রীতি ও রাহুলের মেয়ে আইরাকে নিয়ে প্রথম দেবীবরণ